১০ম শ্রেণি ICT বহুনির্বাচনি প্রশ্নত্তর
13:31:45 06/13/2024
১০ম শ্রেণি ICT বহুনির্বাচনি প্রশ্ন
১. মাইক্রসসফট এক্সেস কী ধরনের প্রগ্রাম?
(ক) ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
(খ) স্প্রেডশিট প্রোগ্রাম
(গ) ডেটাবেস প্রোগ্রাম
(ঘ) নিম্ন স্তরের প্রোগ্রাম
২. ডেটাবেজে প্রত্যেকটি রেকর্ডকে কী বলা হয়?
(ক) সেল
(খ) ফাইল
(গ) সারি
(ঘ) ফিল্ড
৩. অসংখ্য উপাত্তের তালিকাকে কী বলে?
(ক) প্রোগ্রাম
(খ) ডেটাবেজ গ্রাফ
(গ) গ্রাফ
(ঘ) ডেটা
৪. ডেটাবেজ সারি কি দ্বারা গঠিত হয়?
(ক) কলামের সমন্বয়ে
(খ) ফাইলের সমন্বয়ে
(গ) টেবিলের সমন্বয়ে
(ঘ) রেকর্ডের সমন্বয়ে
৫. বিপুল পরিমানে তথ্য কোথায় সংরক্ষণ করে রাখঅ যায়?
(ক) কম্পিউটারে
(খ) ক্যালকুলেটরে
(গ) ডেটাবেজে
(ঘ) ফ্যাক্সে
৬. ফক্সবেইজ কি ধরনের প্রোগ্রাম?
(ক) ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
(খ) স্প্রেডশিট প্রোগ্রাম
(গ) ডেটাবেজ ফাইল
(ঘ) ডেটাবেজ প্রোগ্রাম
৭. প্রত্যেকটি কলামে কি থাকে
(ক) হেডিং
(খ) সারি
(গ) টেবিল
(ঘ) ফর্মুলা
৮. প্রাথমিক অবস্থায় ডেটাবেজে কোনটি ছিল?
(ক) কুয়েরি
(খ) ফর্ম
(গ) ডেটা টেবিল
(ঘ) মডিউল
৯. ডেটা তথ্য সমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কি বলে?
(ক) ফিল্ড
(খ) সারি
(গ) রেকর্ড
(ঘ) ডেটাবেজ
১০. কোনটি ডেটাবেজ প্রোগ্রাম?
(ক) মডিউল
(খ) ম্যাক্রো
(গ) ফক্সপ্রো
(ঘ) রিপোর্ট
১১. বর্তমান ডেটাবেজের আওতায় কোনটি বিদ্ধমান?
(ক) মডিউল
(খ) ওরাকল
(গ) প্যারাডক্স
(ঘ) ডিবেজ
১২. ডেটাবেজ প্রোগ্রাম হলো-
- Foxbase
- Fourth Dimension
- paradox
(ক) i ও ii (খ) iও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৩. কোনটি সিলেক্ট করলে ডেটাবেজে view ড্রপডাউন থেকে save As ডায়ালগ বক্সটি আসবে?
(ক) Delete vies
(খ) Insert view
(গ) Review view
(ঘ) Design view
১৪. ডোবেজে Table সেভ করার জন্য save as ডায়ালগ বক্সের কোন বোতাম ক্লিক করতে হয়?
(ক) save As বোতাম
(খ) ok বোতাম
(গ) create বোতাম
(ঘ) Updata বোতাম
১৫. কোনটি গাণিতিক ফিল্ড?
(ক) Memo
(খ) date time
(গ) Number(ঘ) Text
১৬. Access প্রেগ্রামে কত প্রকার ডেটা ইনপুট করা যায়?
(ক) ৪ প্রকার
(খ) ৬ প্রকার
(গ) ৮ প্রকার
(ঘ) ১০ প্রকার
১৭. ফিল্ডের আকার নির্ধারণের জন্য কোন বোতাম সিলেক্ট করতে হবে?
(ক) Field Size
(খ) Field Type
(গ) Data Size
(ঘ) Data Field
১৮. Delete কোন মেনুতে থাকে?
(ক) Home
(খ) View
(গ) Insert
(ঘ) Field
১৯. Text ডেটা কোন ধরনের তথ্য
(ক) অক্ষর সংবলিত তথ্য
(খ) মুদ্রা তথ্য
(গ) সংখ্যা তথ্য
(ঘ) যুক্তি নির্ভর তথ্য
২০. কোন ডেটা সিলেক্ট করলে ডেটা দিয়ে অংক বা হিসেব করা যায়?
(ক) Currency
(খ) Number
(গ) Date
(ঘ) Time
২১. ডেটাবেজে জন্ম-তারিখ হলো একটি-
(ক) ফিল্ড
(খ) ফাইল
(গ) ডেটাবেজ
(ঘ) রেকর্ড
২২. সংরক্ষণ করার জন্য কোন আইকনটি ক্লিক করতে হবে?
(ক) Home
(খ) Create
(গ) Save
(ঘ) New
২৩. বিন্যাসে ভুল হলে কোন কমান্ড দিতে হবে?
(ক) Save as
(খ) Replace
(গ) Undo
(ঘ) Create
২৪. বর্ণভিত্তিক ফিল্ডে কোনটি করা যায় না?
i. যোগ
ii. বিন্যাস
iii. গুণ
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৫. ডেটাবেজে Field Property এর বিভিন্ন অংশ হলো
- Caption
- Format
- Field Size
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ১. গ, ২. গ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. গ, ৯. ঘ, ১০. গ, ১১. ক, ১২. ঘ, ১৩. ঘ, ১৪. ঘ, ১৪. খ, ১৫. গ, ১৬. খ, ১৭. ক, ১৮. ক, ১৯. ক, ২০. খ, ২১. ক, ২২. গ, ২৩. গ, ২৪. খ, ২৫. ঘ,