Narrow selection

লোকদের মাঝে ঘৃণা সৃষ্টি করা এবং তার বিপরীত ফল


05:03:40 01/06/2025

লোকদের মাঝে ঘৃণা সৃষ্টি করা এবং তার বিপরীত ফল

যখন কুরাইশরা দেখল, বনী হাশেম এবং বনী আব্দুল মুত্তালিব মহানবী সা. এর সাথে। এ দিকে হজ্বের মৌসুম নিকটবর্তী। এ সুযোগে মহানবী সা. দ্বীন প্রচার খুব জোরে সরে করবেন। মহানবী সা.এর কথার চুম্বুকের আকর্ষণ সম্পর্কে সবাই অবগত ছিল। এজন্য আশঙ্কা হল যে, এখন তার ধর্ম বিশ্বের আনাচে- কানাচে পৌঁছে যাবে। তাই সবাই একত্রিত হয়ে পরামর্শে এই সিদ্ধান্ত নিল যে, মক্কার সকল রাস্তায় নিজস্ব মানুষ বসানো হোক। 

 

যাতে বহির্বিশ্ব থেকে হজ্বের জন্য যে সমস্ত লোক আসবে দূর থেকেই তাদেরকে এ কথা বলে দেয়া যায় যে, এখানে এক যাদুকর আছে, যিনি নিজ কথার মাধ্যমে পিতা-পুত্র, স্বামী-স্ত্রী এবং সকল আত্মীয়-স্বজনদের মাঝে পরস্পর বিচ্ছন্নতা সৃষ্টি করছে। তোমরা তার নিকট যেয়ো না; কিন্তু, যে আলো আল্লাহ নিজেই জ্বালাবেন যে কেউ তাতে থুথু ফেলবে সে নিজেই জ্বলবে।

 

আল্লাহর কুদরত তাদের এ কর্ম পদ্ধতি মহানবী সা. এর পক্ষ থেকে তাবলীগের কাজ দিল। যদি তারা এমন না করত, তাহলে সম্ভবত অনেক মানুষ মহানবী সা. এর আলোচনাই শুনতে পেত না। তাদের এই চেষ্টা-তদ্বীর মহানবী সা. এর প্রতি তাদের আগ্রহ-উদ্দীপনা বাড়িয়ে দিল

 

কুরাইশদের কষ্ট দেওয়া এবং মহানবী সা. এর অবিচলতা

যখন কুরাইশরা নিজেদের চেষ্টা তদ্বীরে ব্যর্থ হল এবং দেখল যে, দিন দিন মহানবী সা. এর দাওয়াত ব্যাপক হতে চলেছে এবং মানুষ ব্যাপক হারে ইসলামে প্রবেশ করছে,তখন তারা সব ধরনের কষ্ট দেওয়া শুরু করে দিল। মক্কার কিছু উচ্ছৃংখল মানুষকে একত্রিত করে ইহার উপর প্রস্তুত করল যে, তারা মহানবী সা. এর প্রতিটি মজলিসে ঠাট্টা-বিদ্রুপ করবে এবং যেভাবে সম্ভব মহানবী সা. কে কষ্ট দিবে।

 

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color