মালেক ইবনে দিনার (রহ.)
মালেক ইবনে দিনার (রহ.) এর একটি মাত্র কন্যা সন্তান ছিল সাত বসর বয়সে মেয়েটা মারা গেল, তিনি ওই কন্যার জন্য ও রাতদিন কান্না করে খাওয়া-দাওয়া বন্ধ করে দিলেন। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন, তাকে একটি বিরাট সাপ ধাওয়া করছে। তিনি দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের কিনারে গিয়ে দেখেন একটি সুন্দর সাদা পোশাক পরা বৃদ্ধ লোক সেখানে …