নবীজি (স.) এর গায়ে মাটি ছিটানোর ঘটনা
হজরত আব্দুল্লাহ ইবনে আনাস জাফর(রঃ) বলেন, আবু তালেবের ওফাতের পর কোরাযেশদের এক দুবৃত্ত নবী করিম(সঃ)-এর গায়ে মাটি ফেলল। নবীজী নিজ ঘরে ফিরে আসলেন। তার কন্যা পিতার চেহারার মাটি মুছতে মুছতে কাঁদতেছিল। নবী করিম (সঃ) বললেন, কান্না করো না মা, …