সাহু সিজদা করার নিয়ম কি? সিজদায়ে সাহু করার বর্ণনা
সাহু সিজদা করার নিয়ম কি? সিজদায়ে সাহু করার বর্ণনা নাহযরত আবু হুরায়রা [রাঃ] বলেন, রাসূলুল্লাহ [সাঃ] বলেছেন, “তোমাদের কেহ নামাযে দাঁড়ালে শয়তান এসে তাকে সন্দেহে ফেলে দেয়, ফলে সে কত রাকাত পড়েছে তা বলতে পারে না। এমতাবস্থায় বৈঠকে দু’টি সিজদা করে নিবে।” [বুখারী ও মুসলিম] যেহেতু নামাযের মধ্যেই বান্দা মহান আল্লাহ পাকের সর্বাধিক নৈকট্য লাভ … Read more