Narrow selection

আমিনা বিনতে ওয়াহবের সাথে আবদুল্লাহ এর শাদী মোবারক - Abdullah's wedding


07:06:20 12/14/2023

আমিনা বিনতে ওয়াহবের সাথে আবদুল্লাহ এর শাদী মোবারক

আবদুল মুত্তালিব তাকে নিয়ে ওয়াহব ইব্‌ন আবদ মানাফ ইবন যুহরা ইন কিলাব ইবন মুররা ইবন কা'ব ইবন লুআই ই গালিব ইব্‌ন ফিহর-এর কাছে গেলেন। তিনি বংশ মর্যাদায় বনূ যুহরা গোত্রের প্রধান ছিলেন। এই ওয়াহ্বের কন্যা আমিনার সাথে আবদুল্লা এর বিয়ে সম্পন্ন হল । আমিনাও সমগ্র কুরায়শ বংশের সবচেয়ে মর্যাদাসম্পন্ন ও সম্ভ্রান্ত মহিলা ছিলেন।

আমিনা বিন্ত ওয়াহবের মাতৃকূলের পরিচয়

আমিনার মাতার নাম বাররা বিন্ত আবদুল উযযা ইবন উসমান ইবন আবদুদ্দার ইবন কুসাই ইন কিলাব ইব্‌ন মুররা ইবন কা'ব ইবন লুআই ইবন গালিব ইক্ ফিহর। আর বাররার মাতার নাম উম্মে হাবীব বিন্ত আসাদ ইবন আবদুল উয্যা ইন কুসাই ইন কিলাব ইন মুররা ইবন কা'ব ইবন লুআই ই পালিব ইব্‌ন ফিহর। উম্মে হাবীরের মাতার নাম বাররা বিন্ত আওফ ইবন উবায়দ ইবন উয়াইজ ইব্‌ন আদী ইবন কা'ব ইবন লুআই ইব্‌ন গালিব ইবন ফিহর।

বিয়ে সম্পন্ন হবার পর আমিনার সাথে উপরোক্ত রুকাইয়া বিনতে নাওফলের কথোপকথন 

কথিত আছে যে, আবদুল্লাহ্ আমিনার নিকট নিজের স্থাবর সম্পত্তির মালিকানা হস্তান্তরের পরই তার সাথে মিলিত হন এবং প্রথম মিলনেই রাসূল (সা) আমিনার গর্ভে আসেন । তারপর আবদুল্লাহ্ বাইরে যান এবং রুকাইয়া বিন্ত নাওফলের সাথে সাক্ষাত করে দেখেন, তার মধ্যে আর আগের মনোভাব নেই। আবদুল্লাহ্ বলেন: “ব্যাপার কি, এখন যে তুমি আমাকে গতকালকের মত প্রস্তাব দিচ্ছ না ?” রুকাইয়া বলল : “এখন আর তোমাকে দিয়ে আমার প্রয়োজন নেই । কাল তোমার ভেতরে যে জ্যোতি ছিল, আজ তা নেই।” রুকাইয়া স্বীয় ভাই ওয়ারাকার নিকট শুনেছিল যে, এই জাতির মধ্যে একজন নবীর আগমন আসন্ন। ওয়ারাকা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং ঐশী গ্রন্থে পারদর্শী ছিলেন।

ইবন ইসহাক বলেন : আবূ ইসহাক ইবন ইয়াসারের কাছ থেকে আমি লোকমুখে শুনেছি যে, আমিনা বিনতে ওয়াহবের পাশাপাশি আর একজন স্ত্রীও আবদুল্লাহ্র ছিল এবং তিনি সেই স্ত্রীর কাছেই প্রথম মিলিত হতে গিয়েছিলেন। কিন্তু সেদিন তিনি কাদামাটি সংক্রান্ত কাজ করায় তাঁর গায়ে কিছু কাদামাটি লেগেছিল । তাই ঐ স্ত্রী তাঁর ডাকে ত্বরিত সাড়া দিতে ব্যর্থ হয়। এতে আবদুল্লাহ্ উযূ ও গোসল করে পরিচ্ছন্ন হয়ে আসেন এবং এবার আমিনার কাছে যান। এ সময় পূর্বোক্ত স্ত্রী তাঁকে ডাকলেও তিনি তার ডাক উপেক্ষা করেন এবং আমিনার সাথে মিলিত হন। সেই মিলনের ফলে মুহাম্মদ (সা) গর্ভে আসেন। তারপর পূর্বোক্ত স্ত্রীর কাছে গেলে সে মিলিত হতে অসম্মতি জানায় এবং বলে : ইতিপূর্বে যখন তুমি আমার কাছ দিয়ে যাচ্ছিলে, তখন তোমার দুই চোখের মাঝখানে একটা উজ্জ্বল জ্যোতি ঝিকমিক করছিল। কিন্তু আমিনার সাথে মিলিত হবার পর তোমার কপালে সেই জ্যোতি আর নেই।

ইবন ইসহাক-এর মতে এই মহিলা আবদুল্লাহ্ কপালে ঘোড়ার কপালের সাদা চিহ্নের মত একটা সাদা চিহ্ন দেখেছিল, যা আমিনার সাথে মিলিত হবার পর অদৃশ্য হয়ে গিয়েছিল । যা হোক, শেষ পর্যন্ত আমিনার গর্ভেই পিতামাতা উভয় দিকের বংশীয় আভিজাত্য ও গৌরব নিয়ে রাসূল (সা) জন্মগ্রহণ করেছিলেন।

 

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color