Narrow selection

​​​​​​​আবু বকর রা. এর  ইসলাম ও তাঁর অবদান - Abu Bakr RA. Its Islam


06:31:44 12/11/2023

আবু বকর রা. এর  ইসলাম ও তাঁর অবদান : অতঃপর ইসলাম গ্রহণ করলেন আবু বর বিন আৰী কুহাফা সিদ্দীকে আকবর রা.। নিজের বিবেক-বুদ্ধি, বিচক্ষণতা, ন্যায়-নিষ্ঠা ও আন্তরিকতার কারণে গোটা কুরাইশের মধ্যে তিনি ছিলেন অন্যতম মর্যাদাবান ব্যক্তি। অতঃপর তিনি তার ইসলামকে প্রকাশ করলেন। তিনি ছিলেন একজন সরল-সাধারণ মানুষ। মানুষ তাকে খুব ভালোবাসত। কুরাইশদের বংশপরম্পরা সম্পর্কে তার ভারি জ্ঞান ছিল। তিনি ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ী। নিজে ইসলাম গ্রহণ করার পরে তিনি নিজ বন্ধু ও পরিচিত মহলের লোকদেরকে ইসলামের দিকে ডাকতে লাগলেন ।

কুরাইশের বেশকিছু সম্ভ্রান্ত লোকের ইসলাম

আবু বকর রা. এর দাওয়াত বেশ ফলপ্রসূ প্রমাণিত হলো। তাঁর দাওয়াতে কুরাইশের বেশকিছু সরদার, গণ্যমান্য ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। তন্মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উসমান বিন আফ্ফান, যুবাইর ইবনুল আওয়্যাম, আব্দুর রহমান বিন আউফ, সা'দ বিন আবী ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ রা. প্রমুখ। তিনি তাদেরকে নিয়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এলে তারা মুসলমান হয়ে গেলেন।

অতঃপর কুরাইশের আরও কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আবু উবাইদা ইবনুল জাররাহ, আরকাম বিন আবুল আরকাম, উসমান বিন মাযউন, উবাইদা ইবনুল হারিস ইবনুল মুত্তালিব ইবনে আবদে মানাফ, সাঈদ বিন যায়দ, খাব্বাব ইবনুল আরত, আব্দুল্লাহ বিন মাসউদ, আম্মার বিন ইয়াসির, সুহাইব প্রমুখ সাহাবায়ে কিরাম। রাযিআল্লাহু আনহুম। 

এভাবে একেরপর এক নারী-পুরুষ ইসলাম গ্রহণ করতে লাগল। ফলে ইসলামের কথা গোটা মক্কায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল। ইসলাম সর্বত্র মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হলো।

 

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color