Narrow selection

আবু সুফিয়ানের ইসলাম আবু সুফিয়ান গ্রহণ


আবু সুফিয়ানের ইসলাম আবু সুফিয়ান গ্রহণ

 

মহানবী সা. এর মহান চরিত্র এবং আবু সুফিয়ানের ইসলাম আবু সুফিয়ান এখনও পর্যন্ত মহানবী সা. এর বিরূদ্ধে কুরাইশদের সবচেয়ে বড় ঝাণ্ডাবাহক এবং কুরাইশদের প্রায় সবগুলো যুদ্ধে তাদের সৈন্যদের সেনাপতিও ছিলেন। মক্কা বিজয়ের পূর্বে ইসলামী বাহিনীর খবর নেয়ার জন্য মক্কা থেকে বাহিরে বের হয়েছিলেন। সাহাবায়ে কিরাম তাকে গ্রেফতার করে ফেলেন। কিন্তু যখন তাকে গ্রেফতার করে রহমাতুল্লিল আলামীনের দরবারে উপস্থিত করা হল তখন সেখান থেকে ক্ষমার আদেশ এসে গেল। তারই প্রতিক্রিয়ায় আবু সুফিয়ান তড়াণাৎ ইসলামের গণ্ডিতে এসে গেলেন। এখন আমরা তাকে হযরত আবু সুফিয়ান রা. বলে থাকি ।

 

সাস্থসম্মত উপায়ে তৈরি ১০০%-খাঁটি-ঘি

 

মক্কা বিজয়ের দিন এক ব্যক্তি হাঁপাতে হাঁপাতে কাঁপতে কাঁপতে মহানবী সা. এর খেদমতে হাজির হল। আপাদমস্তক রহমতের অধিকারী মহানবী সা. ইরশাদ করলেন থাম, শাল্ব হও। আমি কোন বাদশাহ নই; বরং সাধারণ এক মহিলার পুত্র।

মক্কা বিজয়ের পর মহানবী সা. পনের দিন পর্যন্ত মক্কা মুয়ায্যামায় অবস্থান করেন। সে সময় আনসারগণ এ ধারণা করে ব্যথিত হলেন যে, মহানবী সা. এখন এখানেই অবস্থান করবেন। আমরা তাঁর থেকে দূরে সরে পড়ব।

 

কিন্তু যখন মহানবী সা. তাদের এই ধারণা সম্পর্কে অবগত হলেন, তখন বললেন, না, (বরং এখন তো আমার জীবন মরণ তোমাদের সাথে হবে) অতঃপর হযরত আত্তাব ইবনে উসাইদ রা.কে মক্কার আমীর নিযুক্ত করে নিজে মদীনার দিকে প্রত্যাবর্তন করেন।

 

এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন

নবী রাসুলগণ কিভাবে অর্থ উপার্জন করতেন?

সাহাবাগণ কিভাবে অর্থ উপার্জন করতেন

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল

 

No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color