তায়েফ যুদ্ধ - Battle of Taif
তায়েফ যুদ্ধ
এরপর মহানবী সা. তায়েফের দিকে মনোনিবেশ করলেন। যেখানে বনী সাকিফ ও হাওয়ায়েনদের কেন্দ্র ছিল। প্রায় আঠার দিন পর্যন্ত তাদেরকে অবরু দ্ধ করে রাখেন। কিন্তু বিজয় হল না। যখন তিনি সেখান থেকে প্রস্থান করলেন তো তিনি এখনো রাস্তায়ই আছেন ইতিমধ্যে জিয়িররানা নামক স্থানে তায়েফ থেকে হাওয়াযেন গোত্রের প্রতিনিধি মহানবী সা. এর খেদমতে আসল। তারা দরখাস্ত করল যে, হুনাইনে তাদের যে সমস্ত লোক মুসলমানদের হাতে বন্দী হয়েছে তাদেরকে ফিরিয়ে দিন। নবী কারীম সা. মঞ্জুর করলেন। তাদের বন্দীদেরকে মুক্ত করে দিলেন। যখন মহানবী সা. তায়েফ থেকে ফিরে মদীনায় অবস্থান করলেন, তখন তায়েফবাসীর একটি প্রতিনিধি দল মহানবী সা. এর খেদমতে উপস্থিত হয়ে নিজেরাই আবেদন করে ইসলামে প্রবেশ করল ।
জিয়িররানার উমরা
এরপর নবী কারীম সা. জিয়িররানা থেকেই উমরা করার ইচ্ছা করেন এবং ইহরাম বেঁধে মক্কা মুয়ায্যামায় গমন করেন। উমরা করার পর পুনরায় মদীনায় গমন করেন। ৮ম হিজরীর ৬ই যি কা'দায় মদীনায় প্রবেশ করেন।
[তালখীসুস সীরাত পূ:৫৪]
নবী রাসুলগণ কিভাবে অর্থ উপার্জন করতেন?
সাহাবাগণ কিভাবে অর্থ উপার্জন করতেন