বায়না দিয়ে মাল কেনা কি জায়েজ? - Bayna Dia Mal Kena ki Jabe?
12:12:45 06/15/2024
বায়না দিয়ে মাল কেনা কি জায়েজ? বায়না বলা হয়, কোন সম্পত্তি বেচার আগে ক্রেতা ও বিক্রেতার মাঝে চুক্তিপত্র করার সময়, ক্রেতার উপর বিক্রেতার আস্থা জন্মানো, এবং বিক্রেতা যেন অন্য কারো কাছে দামাদামি না করে, এজন্য ক্রেতা-বিক্রেতা কিছু অগ্রিম অর্থ প্রদান করে এবং প্রদত্ত অর্থ পরে মূল দামের মধ্যে গণ্য করা হয়।এভাবে বায়না দেওয়া জায়েজ আছে।
কিন্তু আজকাল মানুষের মাঝে এ প্রথা চালু হয়ে গেছে যে, যদি ক্রেতা কোন কারনে বায়না দেয়া ওই জিনিস নিতে অক্ষম হয়ে পড়ে, তাহলে তার বায়নার টাকা থাকে আর ফেরত দেওয়া হয় না। বরং বিক্রেতা নিজের মনে করে তা নিয়ে নেয়, শরীয়তের বিধান অনুযায়ী বিক্রেতার জন্য উক্ত টাকা নেওয়া জায়েজ নেই। বরং ক্রেতাকে তা ফেরত দেওয়া ওয়াজিব। ( ফতোয়ায়ে মাহমুদিয়া ৪/১৭০