দশম শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনর্বাচনি প্রশ্ন - Class 10 MCQ
14:27:03 06/10/2024
দশম শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনর্বাচনি প্রশ্ন
১। ইলেকট্রনিক রার্নিং এর সংক্ষিপ্তরূপ কী?
ক.ই-মেইল
খ.ই-লার্নিং
গ.ই-স্ট্যাডি
ঘ.ই-লার্ন
২। রেমন্ড সেমুয়েল কোন দেশের প্রোগ্রামার?
ক. জাপান
খ. আমেরিকা
গ. ইতালি
ঘ. ব্রিটেন
৩। কোনটি শিক্ষাক্ষেত্রে আধুনিক পদ্ধতি?
ক.ই-গভর্ন্যান্স
খ. ই-লার্নার
গ.ই-লার্নিং
ঘ. ই-বুক
৪। কোনটির মাধ্যমে হাতে-কলমে বিজ্ঞানের বিষয়গুলো দেখানো
সম্ভব?
ক. টেলি কনফারেন্সিং
খ.মাল্টিমিডিয়া
গ.ই-পর্চা
ঘ.ই-পূর্জি
৫। ই-লার্নিং সনাতন পাঠদান প্রক্রিয়ার কী রূপ?
ক.বিপরীত
খ.বিকল্প পদ্ধতি
গ.সম্পূরক
ঘ.পরিপূরক
৬। প্রচলিত পাঠদানের বিকল্প নয় কোনটি?
ক. ই-বুক
খ.ই-লার্নিং
গ.স্মার্ট-বুক
ঘ.মাল্টিমিডিয়া
৭। সিডিরম ব্যবহার করে পাঠদান করার পদ্ধতিকে কী বলে?
ক. ই-লার্ন
খ. ই-লার্নার
গ. ই-লার্নিং
ঘ. ই-মেইল
৮। টলিভিশন চ্যানেলে পাটদান করার পদ্ধতিকে কী বলা হয়?
ক.ই-লার্ন
খ.ই-লার্নার
গ.ই-লার্নিং
ঘ.ই-মেইল
৯। ই-লার্নিং পদ্ধতিতে পাঠদান করার জন্য কোনটি ব্যবহার করা
হয়?
ক. ইন্টারনেট
খ. ফ্যাক্স
গ. প্রিন্টার
ঘ.ই-মেইল
১০। বিদ্যালয়ে কম্পিউটারের উল্লেখযোগ্য ব্যবহার কোনটি?
ক. ফলাফল প্রদান
খ. যোগাযোগ
গ. পাবলিশিং
ঘ. তথ্য-সংরক্ষণ
১১। ঘরে বসে কোনটির সাহায্যে সহজ উপায়ে শিক্ষা লাভ করা
যায়?
ক. কম্পিউটার
খ. ইন্টারনেট
গ. ই-বুক
ঘ. লাইব্রেরি
১২। ইলেক্ট্রনিক মাধ্যমে বাণিজ্য করার পদ্ধতিকে কী বলে?
ক. ই-বিজনেস
খ. ই-পুর্জি
গ. ই-কমার্স
ঘ. ই-এমটিএস
১৩। একটি দেশের বিকাশ ও কর্মসংস্থানের ক্ষেত্রে কীসের বিকল্প নেই?
ক. বাণিজ্য
খ. আইসিটি
গ. গণতন্ত্র
ঘ. শাসন ব্যবস্থা
১৪। কম্পিউটার নেটওয়ার্কের আওতায় কেনাবেছাকে কি বলে?
ক. ই-কমার্স
খ. ই-ব্যাংক
গ. ইন্টার একটিভিটি
ঘ. ইলেক্ট্রনিক শেয়ার
১৫। ই-কমার্সে বিল পরিশোধের পদ্ধতি কোনটি?
ক. COD
খ. CBD
গ. COM
ঘ. ATM
১৬। ই-কমার্সে কত ধরণের প্রতিষ্ঠান আছে?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
১৭। Twitter এ ১৪০ অক্ষরের বার্তাকে কি বলা হয়?
ক. SMS
খ. MMS
গ. Twit
ঘ. Tweet
১৮। তথ্য ও যোযাযোগ প্রযুক্তির আজকের বিকাশের পেছনে রয়েছে
i. বিজ্ঞানী
ii. কম্পিউটার প্রকৌশলী
iii. প্রোগ্রামার
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৯। টিমথি জন বার্নাস-লি কত সালে জন্ম গ্রহণ করেন?
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৫৫ সালে
গ. ১৯৬৫ সালে
ঘ. ১৯৭৫ সালে
২০। মাইক্রোসফ্ট এর মাধ্যমে তৈরি হয়?
i. এম এস ডস
ii. লিনাক্স
iii. উইন্ডোস
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১. খ, ২. খ, ৩. গ, ৪. খ, ৫. ঘ, ৬. খ, ৭. গ, ৮. গ, ৯. ক, ১০. ঘ, ১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. ক, ১৫. ক, ১৬. ক, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. খ, ২০. খ,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্নত্তর - MCQ Class 9-10