তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্নত্তর - MCQ Class 9-10
14:18:42 06/05/2024
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্নত্তর
বহুনির্বাচনি প্রশ্ন:
১। আদিকাল থেকে মানুষ নিজেকে প্রকাশ করার জন্য কোনটি ব্যবহার করছে?
(ক) সংকেত (খ) কম্পিউটার
(গ) ইমেইল (ঘ) মিডিয়া
২। অনেকগুলো প্রকাশ মাধ্যমকে একত্রে করে প্রকাশ করাকে কী বলে?
(ক) ইলেক্ট্রকিমিডিয়া (খ) সিনেমা
(গ) প্রিন্টিংমিডিয়া (ঘ) মাল্টিমিডিয়া
৩। কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে মাল্টিমিডিয়া গঠিত?
(ক) এক (খ) দুই
(গ) চার (ঘ) তিন
৪। লেখা, শব্দ, চিত্র এগুলেকে কী বলে?
(ক) তথ্য সংগ্রহ (খ) ডিজিটাল মাধ্যম
(গ) প্রেজেন্টেশন (ঘ) প্রকাশ মাধ্যম
৫। শব্দ কী?
(ক) প্রকাম মাধম (খ) হার্ডওয়্যার
(গ) মাল্টিমিডিয়া (ঘ) সফট্ওয়্যার
৬। বর্ণ কী?
(ক) ভাইরাস (খ) হার্ডওয়্যার
(গ) সফট্ওয়্যার (ঘ) প্রকাশ মাধ্যম
৭। চিত্র কী?
(ক) একটি ভাইরাস (খ) একটি হার্ডওয়্যার
(গ) একটি সফট্ওয়্যার (ঘ) একটি প্রকাম মাধ্যম
৮। পাওয়ার পয়েন্টে কোন মেনুর রিবনে এক সারি স্লাইড ট্রানজিশনের নমুনা পাওয়া যায়?
(ক) File (খ) animation
(গ) Tools (ঘ) Insert
৯। কোন গ্রুপে লাইন স্পেসিং আইকন থাকে?
(ক) বুলেট ও নম্বর (খ) লাইন মেশ
(গ) নম্বর (ঘ) নম্বরিং
১০। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ৩নং স্লাইডটি খোলা রেখে ট্রানজিশন প্রয়োগ করা হলে কোন স্লাইডটিতে ট্রানজিশন কার্র্যকর হয়?
(ক) ১নং (খ) ২নং (গ) ৩নং (ঘ) ৪নং
১১। পাওয়ার পয়েন্টে ট্রানজিশন যুক্ত করার মেনু কী?
(ক) Transition menu (খ) Animation menu
(গ) Effect menu (ঘ) computer menu
১২। কম্পিউটার মাল্টিমিডিয়া দ্বারা যে ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতা বোজায় তার উপাদান কয়টি?
(ক) একটি (খ) দুইটি
(গ) তিনটি (ঘ) চারটি
১৩। মুদ্র্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় দশকে?
(ক) ষাটের দশকে (খ) সত্তরের দশকে
(গ) আশির দশকে (ঘ) নব্বই দশকে
১৪। প্রচলিত ধারণা ও যন্ত্রপাতিকে কোনটি দিয়ে স্থলাভিষিক্ত করার প্রবণতা বর্র্তমান বিশ্বে দেখা যাচ্ছে
(ক) টাইপ রাইটার (খ) ইন্টারনেট
(গ) স্ক্যানার (ঘ) কম্পিউটার
১৫। প্রকাশ মাধ্যম হলো
i. লেখা
ii. শব্দ
iii. চিত্র
নিচের কোনটি সটিক
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৬। বাংলাদেশে প্রকাশনা জগত কোনটি নির্ভর?
(ক) টেলিভিশন (খ) রেডিও
(গ) কাগজ (ঘ) ইন্টারনেট
১৭। ভিডিও মূলত কী?
(ক) সিগনেল (খ) গ্রাফিক্স
(গ) শিক্ষার মাধ্যম (ঘ) অডিওর পরিবর্তিত রুপ
১৮। এনিমেশন কী
(ক) সিনেমা (খ) হার্ডওয়ার
(গ) সফটওয়ার (ঘ) গ্রাফিক্স
১৯। কোনটিতে এনিমেশন একটি প্রিয় বিষয়?
(ক) সংবাদপত্রে (খ) বিজ্ঞাপনে
(গ) প্রিন্ট মিডিয়া (ঘ) মুদ্র্রণপ্রকাশনায়
২০। বিভিন্ন কাজ করার জন্য শুরুতে কম্পিউটারের কয়টি কাজ করা হতো?
(ক) একটি (খ) দুইটি (গ) তিনটি (ঘ) চারটি
২১। কোন যুগে বসবাস করায় আমাদের প্রকাশ মাধ্যমের ধরণ বদলে গেছে?
(ক) আধুনিক (খ) পরিবর্তনশীল
(গ) ডিজিটাল (ঘ) অতীত
২২। কোন যন্ত্রের সাহায্যে মল্টিমিডিয়া ধারণ করা হয়?
(ক) ক্যালকুলেটর (খ) ফ্যাক্স
(গ) ডিজিটাল যন্ত্র (ঘ) প্রিন্টার
২৩। সারা দুনিয়াতে টেক্সেটের যাবতীয় কাজ এখন কোন যন্ত্রে হয়ে থাকে?
(ক) কম্পিউটার (খ) কার্ডরিডার
(গ) টাইপরাইটার (ঘ) প্রিন্টার
২৪। পূর্বে অফিস আদালতে টাইপ করার জন্য কোর যন্ত্র ব্যবহার করা হতো?
(ক) ক্যালকুলেটর (খ) ফ্যাক্স
(গ) টাইপরাইটার (ঘ) প্রিন্টার
২৫। নিচের কোনটি ত্রিমাত্রিক গ্রাফিক্স?
(ক) অডিও (খ) এনিমেশন (গ) রেডিও (ঘ) সফট্ওয়ার
১. ঘ, ২. ঘ, ৩. ঘ, ৪. ঘ, ৫. ক, ৬. ঘ, ৭. ঘ, ৮. গ, ১০. গ, ১১. খ, ১২. গ, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. খ, ২০. ক, ২১. গ, ২২. গ, ২৩. ক, ২৪. গ, ২৫. খ।