Narrow selection

ইমাম শাফেয়ী রহ. এর জীবনী - Imam Shafi'i. Biography of


14:59:32 12/14/2023

ইমাম শাফেয়ী রহ. এর জীবনী

নাম : মুহাম্মদ। 

উপনাম : আবু আব্দুল্লাহ। 

পিতার নাম : ইদ্রীস।

নিসবতী নাম : শাফেয়ী।

পুর্ণ নাম : আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফেয়ী।

জন্ম : ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের দিন ১৫০ হিজরীতে আসকালান মতান্তরে মদীনায় তিনি জন্মগ্রহণ করেন।

তাঁর পূর্বপুরুষ ওসমান ইবনে শাফে এর নামানুসারে তাঁকে শাফেয়ী বলা হয়। শিক্ষাজীবন : সাত বছর বয়সে তিনি কুরআন শরীফ হিফজ করেন এবং মুয়াত্তা মালেক মুখস্থ করে ফেলেন। এরপর ইলম অর্জনের উদ্দেশ্যে বাগদাদ, মিশর, মক্কা ও মদীনা শরীফ সফর করেন। মাত্র ১৫বছর বয়সে তৎকালীন আলেমগণ তাঁকে ফতোয়া প্রদানের অনুমতি দান করেন। তিনি ইমাম মালেক এবং ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহির খেদমতে দীর্ঘদিন ইলম অর্জন করেছেন।

বৈশিষ্টাবলী : ইমাম শাফেয়ী রহমাতুল্লাহি আলাইহি একজন জগদ্বিখ্যাত ইমাম ছিলেন । ফেকাহ শাস্ত্রে তাঁর গভীরতা ছিলো অনেক বেশী। আহলে সুন্নাত ওয়াল-জামাতের তিনি দ্বিতীয় ইমাম । তাঁর অনুসারীদের শাফেয়ী বলা হয়।

মৃত্যু : ২০৪ হিজরীতে তিনি মিশরে ইন্তেকাল করেন। মিশরেই তাঁকে দাফন করা হয়।

তথ্যসূত্র-

১. সিয়ার ৮/৩৭৯, ২. তাহযীবুল কামাল / ৫১৮, ৩. তাযকিরা ১/২৬৫, ৪. তাহযীবুত তাহযীব ৭/২৪, ৫. হিলইয়া ৬/২০৫।

 

সম্পর্কিত পোস্ট :

 

·        ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী

·        ইমাম মালেক রহ. এর জীবনী


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color