Narrow selection

ষষ্ঠ শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বচনি প্রশ্ন - Class 6 MCQ


12:20:31 06/11/2024

ষষ্ঠ শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বচনি প্রশ্ন

 

বহুনির্বচনি প্রশ্ন:
১। কম্পিউটার লেখার জন্য কোন ইনপুট ডিভাইসটি ব্যবহার হয়?
ক. মনিটর খ. প্রিন্টার
গ. মাউস ঘ. কী- বোর্ড

 

২। কোথা থেকে তথ্য উপাত্ত নিয়ে প্রসেসর কাজ করে?
ক. ইনপুট খ. আউটপুট
গ. মেমোরি ঘ. সিডি

 

৩। বড় আকারের বিজ্ঞাপন তৈরির জন্য ব্যবহৃত হয়?
ক. লেজার প্রিন্টার খ. প্রেস
গ. প্লটার ঘ. ডট মেট্রিক্র প্রিন্টার?

 

৪। কোনটি মুহুর্তের মধ্যে হাজার হিসাব নিকাশ করতে পারে?
ক. ক্যালকুলেটর খ. কী- বোড
গ. মাউস ঘ. প্রসেসর

 

৫। ও এস কী?
ক. ওপেন সেল খ. অপারিটিং সিস্টেম
গ. অন সুইস ঘ. ওপেন সফটওয়্যার

 

৬। মোবাইল ফোনে আমরা যোগাযোগের জন্য কোনটি ব্যবহার করি?
ক. বৈদ্যুতিক সংকেত খ. বেতার সংকেত
গ. আলোক সংকেত ঘ. শব্দ সংকেত

 

৭। জিপিএস দিয়ে আমরা কী করতে পারি?
ক. গান শুনতে পারি
খ. ছবি তুলতে পারি
গ. পথেঘাটে চলাফেরা করতে পারি
ঘ.রেডিও শুনতে পারি

 

৮। কম্পিউটারের তাপমাত্রা সহ্য ক্ষমতা-
ক. মানুষের চেয়ে কম
খ. মানুষের চেয়ে একটু বেশি
গ. মানুষের চেয়ে অনেক বেশি
ঘ. মানুষের চেয়ে কম

 

৯ কম্পিউটারের মূল অংশ কয়টি
ক. চারটি খ. তিনটি
গ. পাঁচটি গ. দুইটি

 

১০. কোনটি লেখালেখির অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে?
ক. ওয়ার্ড প্রসেসর

খ. মাইকো প্রসেসর
গ. প্যাকেজ সফটওয়্যার

ঘ. কাস্টমাইজড সফটওয়্যার

 

১১. কম্পিউটারের মত কাজ করতে পারে কোনটি ?
ক. ল্যা-ফোন খ. মোবাইলফোন
গ. মডেম ঘ. ইউনিক্স

 

১২. বাংলাদেশের প্রথম স্যাটালাইট কোনটি?
ক. অন্বেষা খ. ব্রাক অন্বেষা
গ. বঙ্গবন্ধু স্যাটালাইট ঘ. অন্বেষ ০১

 

১৩. অপটিক্যাল ফাইবার কী?
ক. কাচের অত্যন্ত স্বচ্ছ তন্তুু খ. কাচের অস্বচ্ছ তন্তুু
গ. প্লাস্টিকের স্বচ্ছ তন্তু ঘ. তামার শক্ত তন্তুু

১৪। বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি?
ক. রেডিও খ. টেলিভিশন
গ. মোবাইল ঘ. ল্যা-ফোন

 

১৫। বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম কোনটি?
ক. উই-োজ খ ম্যাক
গ. লিনাক্র ঘ. ইউনিক্স

 

১৬। কম্পিউটার সফটওয়্যারকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

 

১৭. আ্যপ্লিকেশন সফটওয়্যার কত প্রকার ?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪

 

১৮। কোনটি ব্যবহারের ফলে আমাদের দেশের ইন্টারনেট লাইন
আগের চাইতে অনেক দ্রুত হয়েছে?
ক. মডেম খ. অপটিক্যাল ফাইবার
গ. টেলিফোন নেটওয়ার্ক ঘ. উপগ্রহ

 

১৯। স্যাটালাইট কী?
ক. তথ্য আদান প্রদান করার যন্ত্র
খ. গান শোনার যন্ত্র
গ. লেখালেখি করার যন্ত্র
ঘ. গোলাগোলি করার যন্ত্র

 

২০ । এক গিবাইট র‌্যামে কত শব্দের সমান তথ্য রাখা যায়?
ক. প্রায় ১০ লক্ষ খ. প্রায় ১৫ লক্ষ
গ. প্রায় ২০ লক্ষ ঘ.প্রায়২৫ লক্ষ

 

১. ঘ, ২.খ, ৩. গ, ৪. খ, ৫. খ, ৬.খ, ৭. গ, ৮. ক, ৯. ক, ১০.ক, ১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. গ, ১৫. গ, ১৬. ক, ১৭. খ, ১৮. খ, ১৯. ক, ২০. ক,

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্নত্তর - MCQ Class 9-10

বিজ্ঞাপন নীতিমালা ও মূল্য তালিকা

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color