Narrow selection

সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন - Class 7 MCQ


12:18:08 06/11/2024

সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন

 

১। প্রসেসরের কয়টি অংশ?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

 

২। গানিতিক ও যুক্তিমূলক কাজগুলো হয়-
ক. রেজিস্টার সেটে
খ. গাণিতিক যুক্তি ইউনিট
গ. নিয়ন্ত্রণ অংশে
ঘ. প্রসেসরে

 

৩। মাদারবোর্ডের কাজ করার ক্ষমতা কীসের উপর নির্ভর করে?
ক। হার্ডডিস্ক
খ. এক্রপানশন স্লট
গ. চিপসেট
ঘ. ইউএসবি পোর্ট

 

৪। মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে কোনটি ?
ক. স্পিকার
খ. র‍্যাম
গ. প্রিন্টার
ঘ. মাউস

 

৫. ১৯৮০ সালে হার্ডডিস্কের ধারনক্ষমতা ছিল?
ক. ১ মেগাবাইট খ. ১ টেরাবাইট
গ. ১ গিবাবাইট ঘ. ১ কিলোবাইটু

 

৬। এক বাইট = কত বিট?
ক. ৮ বিট
খ. ৬ বিট
গ. ৪ বিট
ঘ. ৩২ বিট

 

৭। মাদারবোর্ড কী?
ক. প্রিন্টার সার্কিট বোর্ড
খ. লজিক সার্কিট
গ. লজিক ডায়াগ্রম
ঘ. মায়ের তৈরী বোর্ড

 

৮। ০ মানে কী ?
ক. ০ থেকে ২ ভোল্ট
খ. ০ থেকে ৩ ভোল্ট
গ. ১ থেকে ২ ভোল্ট
ঘ. ০ থেকে ২৪৯. ৫ ভোল্ট

 

৯. মাইকোপ্রসেসর কত সালে আবিস্কার হয়?
ক. ১৯৭০ সালে
খ. ১৯৭১ সালে
গ. ১৯৭২ সালে
গ. ১৯৭৩ সালে

 

১০. ১৯৭১ সালে কোন কোম্পানি প্রথম প্রসেসর আবিস্কার করে?
ক. ইন্টেল
খ. ডেল
গ. আসুস
ঘ. স্ট্যান

 

১১. Cpu এর পূর্ণ রূপ কী?
1. central processing unit 

2. central processor  Unit

3. control processor Unit

4. control processing Unit

 


১২. CD-এর পূণরূপ কোনটি?
ক.Compact Disc   

খ. Complete Disc 

গ. Compact drive 

ঘ. Compress Drive

 


১৩. KB =  Bite ?
1. 1024 Bilt    

2. 20224Bite 

3. 33024 bite 

4. 424Bite

 

১৪. Ram এর পূর্ণরূপ হচ্ছে?
ক. Read and memory 

খ.Random Access Memory

গ. Read Access  Memory

ঘ. Random and Memories

 

১৫.ROM এর পূর্ণরূপ হচ্ছে –
ক. Read Only Memory

খ. Read  Once Memory

গ. Read  on  Memory

ঘ. Read and Memory

 

১৬. ASCII কোড কত বিটের হয়?
ক. ৬ বিট
খ. ০ বিট
গ. ২বিট
ঘ. ৮ বিট

 

১৭। মাউস একটি জনপ্রিয়-
ক. আউটপুট ডিভাইস
খ. ইনপুট ডিভাইস
গ. শটিং ডিভাইস
ঘ. মাদারবোর্ড ডিভাইস

 

১৮. কম্পিউটারের কী-বোর্ডের ধারনা এসেছে কোন যন্ত্র থেকে?
ক. ওএমআর
খ. মাউস গ. কী-বোর্ড
ঘ. টাইপরাইটার

 

১৯. সাধারণত ব্যবহারকারী ব্যাবহার করেন-
ক. নরমাল মাউস
(খ) স্ট্যান্ডার্ড মাউস
(গ) হুইল মাউস
(ঘ) ম্যাকানিকেল মাউস

 

২০. মাউসের কয়টি বাটন থাকে?
ক. তিনটি
(খ) চারটি
(গ) দুইটি
(ঘ) পাঁচটি

 

১. খ, ২. খ, ৩. গ, ৪. খ, ৫. গ, ৬. ক, ৭. ক, ৮. ক, ৯. খ, ১০. ক, ১১. ক, ১২. ক, ১৩. ক, ১৪. খ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. খ, ২০. গ,

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্নত্তর - MCQ Class 9-10

বিজ্ঞাপন নীতিমালা ও মূল্য তালিকা

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color