নবম শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন - Class 9-10 ICT MCQ
14:29:40 06/10/2024
নবম শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন
১। নিচের কোন সফটওয়্যারে বানান সংসধনের ব্যবস্থা রয়েছে?
(ক) এনালাইসিস
(খ) ও এস
(গ) কম্পাইলার
(ঘ) ওয়ার্ড প্রসেসিং
২। নতুন ডকুমেন্ট খুলতে কোনটির উপর ক্লিক করতে হয়?
(ক) নিউ
(খ) ক্রিয়েট
(গ) ওপেন
(ঘ)সেইভ -এজ
৩। ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা যায়-
i. কম্পিউটারে
ii. মোবাইলে
iii. টেলিভিশনে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৪। ফন্ট বলতে বোঝায় নিচের কোনটি?
(ক) বিভিন্ন ধরনের লিস্ট
(খ) বিভিন্ন ধরনের অক্ষর
(গ) বিভিন্ন ধরনের শব্দ
(ঘ) বিভিন্ন ধরনের আইকোন
৫। অফিস ২০০৭ এ পৃষ্ঠা নং দিতে হলে কোন মেনুতে ক্লিক করতে হবে?
(ক) Home
(খ) page Layout
(গ) page Layout
(ঘ) Add-Ins
৬। কোন ট্যাবে প্যারাগ্রাফ গ্রুফ থাকে?
(ক) Home
(খ) Insert
(গ) Review
(ঘ) Table
৭। বাংলাদেশে কোনটির ব্যবহার বেশি ?
(ক) Google docs
(খ) Oracle Office
(গ) Microsoft Office
(ঘ) Adobe Reader
৮। কোন মেনুতে ফন্ট থাকে?
(ক) Home
(খ) insert
(গ) Review
(ঘ) Tools
৯। তালিকায় ধারাবাহিকতা রাখঅর জন্য ব্যবহৃত কোন বর্ণ বা সংখ্যা কে কী বলে?
(ক) বুলেট ও নম্বর
(খ) লাইন মেশ
(গ) নম্বর
(ঘ) নম্বরিং
১০। নতুন ডকুমেন্ট খোলার কী-বোর্ড কমান্ড কোনটি?
(ক) Ctrl+o
(খ) Ctrl+N
(গ) Ctrl+A
(ঘ) Ctrl+S
১১। অফিস বাটনে ক্লিক করলে কোন অপশনটি পথমে পাওয়া যাবে
(ক) চার্ট
(খ) নিউ
(গ) রিভিউ
(ঘ) রেফারেন্স
১২। লেখালেখি সম্পাদনার প্রথম কাজ কোনটি?
(ক) মার্জিন নির্ধারণ
(খ) ছবি সংযোজন
(গ) বানান সংসদন
(ঘ) লাইন ব্যবধান নির্ধারণ
১৩। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন?
(ক) ডেস্কটপ পিসি
(খ) ট্যাবলেট পিসি
(গ) স্মার্টফোন
(ঘ) ইন্টারনেট সংযোগ
১৪। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রধান উপকরণ কোনটি?
(ক) কম্পিউটার
(খ) টেলিভিশন
(গ) ইন্টারনেট
(ঘ) স্মার্টফোন
১৫। ডিজিটাল কন্টেন্ট হলো-
i. ই-বক, ব্লগপোস্ট ও ই নিবন্ধ
ii. ইনফো গ্রাফিক্স ও এনিমেটেড ছবি
iii. অডিও ও ভিডিও স্ট্রিমিং
নিচের কোনটি সটিক
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৬। ইন্টারনেট ব্যবহারের জন্য কোনটি প্রয়োজন?
(ক) ই-পাব
(খ) ই-বুক
(গ) অ্যাপ
(ঘ) আবকাটামো
১৭। ইন্টারনেট ব্যবহার করতে হলে প্রথমে কোন ডিভাইসটি দরকার?
(ক) হাব
(খ) রাউটার
(গ) সুইস
(ঘ) কম্পিউটার অথবা স্মার্টফোন
১৮। কোন ডিভাইসটির স্ক্রিন অন্য ডিভাইস তেকে ছোট?
(ক) ল্যাপটপ
(খ) নোটবুক
(গ) স্মার্টফোন
(ঘ) ট্যাবলেট পিসি
১৯। ইন্টারনেট ব্যবহার করার জন্য কোনটির প্রয়োজন?
(ক) ল্যাপটপ
(খ) আইবুক
(গ) প্রিন্টার
(ঘ) কিন্ডল
২০। কে আলোক শিখার মতো?
(ক) শিক্ষক
(খ) ডাক্তার
(গ) প্রকৌশলী
(ঘ) ইলেকট্রিশিয়ান
১. ঘ, ২. ক, ৩. ক, ৪. খ, ৫. গ, ৬. ক, ৭. গ, ৮. ক, ৯. ক, ১০. খ, ১১. খ, ১২. গ, ১৩. ঘ, ১৪. গ, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭, গ, ১৮. গ, ১৯. ক, ২০. ক,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্নত্তর - MCQ Class 9-10