Narrow selection

৯ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্নোত্তর


13:38:08 06/13/2024

৯ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১। স্বয়ং সম্পুর্ণ সত্তার অধিকারি কে?
(ক) আল্লাহ তায়ালা
(খ) মহানবী (সঃ)
(গ) উমর
(ঘ) হামজা

 

২। কোন সুরা পাঠ করে আমরা জানতে পারি আল্লাহ সব বিষয়ে সম্যক অবহিতথ?
(ক) আল বাকারা
(খ) আল ইমরান
(গ) আল হাদিস
(ঘ) আল মুমিনুন

 

৩। বিশ্বজৎতের সবকিছুর নিয়ন্ত্রক কে?
(ক) মহান আল্লাহ
(খ) জিবরাইল
(গ) মিকাইল
(ঘ) মহানবী (সঃ)

 

৪। বাসির শব্দের অর্থ কী?
(ক) সর্বশ্রোতা
(খ) সর্বদ্রষ্টা
(গ) অতিক্ষমাশীল
(ঘ) ক্ষমাশীল

 

৫। জাব্বার শব্দের অর্থ কী?
(ক) সর্বশ্রোতা
(খ) প্রবল
(গ) ক্ষমাশীল
(ঘ) মহারক্ষা

 

৬। হাফিজ শব্দের অর্থ কী?
(ক) প্রবল
(খ) ক্ষমাশীল
(গ) মহারক্ষা
(ঘ) সর্বদ্রষ্টা

 

৭। কুফর শব্দের অর্থ কী?
(ক) অবিশ্বাস করা
(খ) অংশীদারী করা
(গ) অবিচার করা
(ঘ) প্রতারণা করা

 

৮। দীন ইসলামের মৌলিক বিষয় অবিশ্বাস করা কী?
(ক) নিফাক
(খ) শিরক
(গ) কুফর
(ঘ) ফিসক্

 

৯। কোনটি ইমানের বিপরিত?
(ক) কুফর
(খ) শিরক
(গ) নিফাক
(ঘ) বিদআত

 

১০। ইচ্ছাকৃতভাবে প্রকাশ্যে ক্রুশচিন্হ ও পৈতা পরিধান করা কী
(ক) ফিসক্
(খ) কুফর
(গ) শিরক
(ঘ) নিফাক

 

১১। হালালকে হারাম ও হারামকে হালাল মতনে করা কী?
(ক) শিরক
(খ) কুফর
(গ) নিফাক
(ঘ) ফিসক্

 

১২। হাবিব সুদকে জায়েয মনে করে তার এবিষয়টি কীসের অন্তরভুক্ত?
(ক) শিরক
(খ) কুফর
(গ) নিফাক
(ঘ) বিদআত

 

১৩। কোনটি মানুষকে দায়িত্বশীলতা ও জবাব দিহিতার ব্যাপারে সতর্ক করে?
(ক) জ্ঞান
(খ) ইখলাস
(গ) ইহসান
(ঘ) ইমান

 

১৪। মানবিক মূল্যবোধ কোনটির সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত করে?
(ক) ইমান
(খ) তাওহীদ
(গ) আদল
(ঘ) বারযাখ

 

১৫। মানুষ কীভাবে মুমিন হয়ে ওঠে?
(ক) ইসলামের মৌলিক বিষয়ে বিশ্বাস স্থাপন করে
(খ) নিজ খেয়ালে জীবনযাপন করে
(গ) নামাজ প্রতিষ্ঠা করে
(ঘ) হজ্জ পালন করে

 

১৬। কে জীবনযাপনে নিজ খেয়াল খুশি নিয়ন্ত্রন করে চলেন?
(ক) মুমিন
(খ) জ্ঞানী
(গ) সম্পদশালী
(ঘ) শিক্ষিত

 

১৭। ইমান আনার ফলে মানুষ-

  1. সুন্দর পথে পরিচারিত হয়
  2. উচ্চ শিক্ষা অর্জনের চেষ্টা করে
  3. নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ হয়
    (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii

 

১৮। মহান আল্লাহ ও রসুল(স.) এর আনুগত্য করাকে কী বলা হয়?
(ক) ইমান
(খ) আকাইদ
(গ) ইসলাম
(ঘ) আখলাক

 

১৯। শরিয়াতের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ কোনটি?
(ক) ইমান
(খ) ইসলাম
(গ) ইহসান
(ঘ) তাওহীদ

 

২০। মানবজাতির জন্য সর্বোত্তম জীবনবিধান কোনটি
(ক) ইসলাম
(খ) মারেফাত
(গ) বৈরাগ্যবাদ
(ঘ) তাসাউফ

 

উত্তর: ১. ক, ২. গ, ৩. ক, ৪. খ, ৫. খ, ৬. গ, ৭. ক, ৮. গ, ৯. ক, ১০. খ, ১১. খ, ১২. খ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ক, ১৬. ক, ১৭. খ, ১৮. গ, ১৯. খ, ২০. ক,

 

এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন

ওয়েবসাইটের মাধ্যমে অর্থ উপার্জনের উপায়

সাহাবাগণ কিভাবে অর্থ উপার্জন করতেন

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color