Narrow selection

মসজিদে নববীর নির্মাণ


মসজিদে নববীর নির্মাণ

সে সময় পর্যন্ত মদীনায় কোন মসজিদ ছিল না। যে স্থানে সুযোগ হত সেখানেই নামাজ আদায় করা হত। এরপর যে স্থানে উটনী বসেছিল সেই স্থান ক্রয় করা হল। ঐ স্থানে মসজিদে নববী নির্মাণ করা হল। যার প্রাচীর কাঁচা ইটের, খুঁটি খেজুর গাছের কাণ্ডের এবং ছাদ খেজুরের ডাল দিয়ে বানানো হয়েছিল। কিবলা ছিল বায়তুল মাকদিসের দিকে। (যা সে সময় মুসলমানদের কিবলা ছিল )

 

সাস্থসম্মত উপায়ে তৈরি ১০০%-খাঁটি-ঘি

 

মসজিদের সাথে দুটি কক্ষ নির্মাণ করা হয়েছিল। একটি হযরত আয়েশা রা. এর জন্য। অন্যটি হযরত সাওদা রা. এর জন্য। এরপর নবী কারীম সা. এক ব্যক্তিকে মক্কায় প্রেরণ করলেন, যে মহানবী সা. এর পরিবার-পরিজনকে মদীনায় তায়্যিবায় নিয়ে আসবে। এ সময় হযরত সিদ্দিকে আকবার রা. ও নিজের সব পরিবার পরিজনকে মদীনায় নিয়ে আসেন।

সুতরাং, উম্মুল মুমিনীন হযরত সাওদা এবং দুই কন্যা হযরত ফাতেমা ও উম্মে কুলসুম মদীনায় আসলেন। তৃতীয় কন্যা হযরত যয়নাবকে তার স্বামী আবুল আস (যিনি সে সময় পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি) আসতে দেননি। হযরত সিদ্দিক আকবরের পুত্র হযরত আব্দুল্লাহ, মা ও দুই বোন আয়েশা ও আসমাকে সাথে করে মদীনায় নিয়ে আসেন। এখন মক্কায় শুধুমাত্র কিছু মুসলমান রয়ে গেল, যাদের সফরের শক্তি ছিল না। বরং কিছু এমন লোক মক্কা থেকে রওয়ানাও হয়েছিল, রাস্তায় যাদের মৃত্যু হয়েছিল।

 

এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন

নবী রাসুলগণ কিভাবে অর্থ উপার্জন করতেন?

সাহাবাগণ কিভাবে অর্থ উপার্জন করতেন

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color