দোকান ঘর ভাড়ার চুক্তি নামা - Dokan Varar Chukti nama
00:57:56 12/04/2023
দোকান ঘর ভাড়ার চুক্তি নামা
প্রথম পক্ষ
মোঃ রানা খান, পিতাঃ মৃত নকির উদ্দিন খান, গ্রামঃ সমাসনারী, ডাকঘরঃ পাইকরহাটী, উপজেলাঃ সাঁথিয়া জেলার পাবনা।
দ্বিতীয় পক্ষঃ
মোঃ রজব আলী শেখ, পিতাঃ মৃত আক্কাছ আলী শেষ, গ্রামঃ পাইকরহাটী পশ্চিমপাড়া, ডাকঘরঃ পাইকরহাটী, উপজেলাঃ সাঁথিয়া, জেলাঃ পাবনা।
সর্ব প্রথম আল্লাহুর নামে শুরু করিলাম আমি প্রথম পক্ষ মোঃ রানা খান, পিতাঃ মৃত নকির উদ্দিন খান, গ্রামঃ সমাসনারী, ডাকঘরঃ পাইকরহাটী, উপজেলাঃ সাঁথিয়া, জেলাঃ পাবনা। আমার বিশেষ টাকার প্রয়োজন হওয়ায় শহিদ নগর বাজারে আমার নিজ নামিয় এক সাটার বিশিষ্ট লোকান ঘর ভাড়া প্রস্তাব দিলে তা দ্বিতীয় পক্ষ মোঃ রজব আলী শেখ, পিতাঃ মৃত আক্কাছ আলী শেখ, গ্রামঃ পাইকরহাটী পশ্চিমপাড়া, ডাকঘরঃ পাইকরহাটী, উপজেলাঃ সাঁথিয়া, জেলাঃ পাবনা ভাড়া নিতে
সম্মত হয়।
শর্তাবলী
১। দোকান ঘর খানা 01/07/2021 ইং তারিখ হইতে ৩০/06/2025ইং তারিখ পর্যন্ত চুক্তি বলবত থাকিবে।
২। দোকান ঘরের অগ্রীম বাবদ ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা) দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে প্রদান করিবে। ৩। অগ্রীম টাকা হইতে প্রতিমাসের ভাড়া বাবদ কোন কর্তন করা যাইবে না।
৪। দোকানের প্রতি মাসের ভাড়া ৫০০/- (পাঁচশত টাকা) ধার্য করা হইল।
৫। প্রতিমাসের প্রথম সপ্তাহের মধ্যে দোকানের ভাড়া পরিশোধ করতে হবে।
৬। দোকান ঘর ভাড়া দেওয়ার পূর্বেই প্রথম পক্ষকে দোকান মেরামত করে দিতে হবে।
৭। দোকানে কোন অবৈধ ব্যবসা করা যাবে না, করিলে প্রথম পক্ষ কোন দায়ী থাকিবে না।
৮। দোকানের বিদ্যুৎ বিল দ্বিতীয় পক্ষ বহন করিবে।
৯। দোকানের চুক্তি শেষ হওয়ার পূর্বে উভয় পক্ষ বসে কথা বলে নতুন চুক্তিতে আবদ্ধ হইতে হবে।
১০। কোন পক্ষ যদি দোকান ছেরে দিতে চায় তাহলে উভয় পক্ষকে কম পক্ষে ০১ (এক) মাস পূর্বে জানাতে হবে।
১১। উল্লেখ থাকে যে দোকান ঘর ছেড়ে দিলে দ্বিতীয় পক্ষের অগ্রীম ১০,০০০/- (দশ হাজার টাকা) প্রথম পক্ষ ফেরত দিতে বাধ্য থাকিবে।
আমরা উভয় পক্ষ স্ব-জ্ঞানে, সুস্থ্য শরিরে নিম্নে স্বাক্ষীগণের সামনে স্বাক্ষর করিলাম।
প্রথম পক্ষের স্বাক্ষর
দ্বিতীয় পক্ষের স্বাক্ষর
স্বাক্ষীগণের স্বাক্ষর
1
2
3