Narrow selection

ফোঁড়া পাকাবার উপায় নিয়ম


03:17:28 06/15/2024

ফোঁড়া পাকাবার উপায় নিয়ম

 

১।  আতাফলের পাতা দুধের ননীসহ বেটে প্রলেপ দিলে ফোঁড়া পেঁকে যায়

২।  কচি পুঁই পাতার সম্মুখের পৃষ্ঠে গাওয়া ঘি মাখিয়ে গরম করে ফোঁড়ার উপর বসায়ে দিবে।  ১ ঘণ্টা পর সেটি বদলায়ে আরেকটি লাগিয়ে দিবে। এরূপ ৮-১০বার লাগালে সত্বর ফোঁড়া পেঁকে আপনা পুঁজ বের হয়ে যাবে।

৩। তোকমা ভিজিয়ে রেখে বেশ ফুলে উঠলে তা ফোঁড়ার উপর পুরু করে লাগালে অতি সত্বর ফোঁড়া ফেটে যায়।

৪। সমপরিমাণ ধুতরার পাতার ও ঘি মিশিয়ে সামান্য গরম করে ফোঁড়ায় লাগালে সত্বর ফোঁড়া পেঁকে যায়।

৫। পুঁইশাকের মত কাঁচা দুধের সাথে বেটে প্রলেপ দিলে ফোঁড়া ফেটে যায়।

৬। পাকা ফোঁড়া সহজে না ফাটলে ফোড়ার মুখ ভিন্ন চতুর্দিকে চিংড়ি মাছ বেটে প্রলেপ দিলে সহজে ফেটে পুঁজ বের হয়ে যায়।

৭। জবা ফুলের পাতা বেটে প্রলেপ দিলে ফোঁড়া পেঁকে ফেটে যায়।

৮। ফোঁড়া উঠার সময় কালো কচুর আঠা ঘসে দিলে ফোঁড়া বসে যায়।

৯। শিমুলের কাঁটা বেটে সামান্য গরম করে ফোঁড়ার মুখ বাদে চতুর্দিকে প্রলেপ দিলে ফোঁড়া পেঁকে ফেটে যাবে।

১০। কবুতরের বিষ্ঠা ত্যাগ করা মাত্র গরম বিষ্ঠা ফোঁড়ার মুখ বাদে চতুর্দিকে প্রলেপ দিলে ফোঁড়া সহজে ফেটে যায়।

১১। কাপড় কাঁচা সাবান ঘন করে গুলিয়ে পুরু করে লাগিয়ে তার উপরে একটু ন্যাকড়া বসিয়ে দিয়ে সর্বদা ভিজিয়ে রাখলে সত্বর ফোঁড়া ফেটে যায়।

 

এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন

ওয়েবসাইটের মাধ্যমে অর্থ উপার্জনের উপায়

সাহাবাগণ কিভাবে অর্থ উপার্জন করতেন

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color