Narrow selection

গণক দিয়ে হাত দেখানো কি জায়েজ? - Gonok dia hat dekhano ki


03:56:54 06/15/2024

হস্ত রেখা বিচার সম্বন্ধে আকীদা

পামিস্ট্রি (Palmistry) বা হস্তরেখা বিচার বিদ্যার মাধ্যমে যে হাতের রেখা ইত্যাদি দেখে ভাগ্যের বিষয় ও ভূত –ভবিষ্যতের শুভ-অশুভ সম্পর্কে বিশ্লেষণ দেয়া হয়, ইসলামে এরুপ বিষয়ে বিশ্বাস রাখা কুফরী।

 

গণক সম্বন্ধে আকীদা

গণকের ভবিষৎ বাণীতে বিশ্বাস করা কুফরী। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি গণকের কাছে এল ,অতঃপর সে যা বলে তাতে বিশ্বাস স্থাপন করল ,সে আল্লাহ কর্তৃক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর নাযিলকৃত বিধি –বিধানের সাথে কুফরী করল।

 

রত্ন ও পাথরের প্রভাব সম্বন্ধে আতীদা মণি, মুক্তা, হিরা, চুনি ,পান্না, আকীক প্রভৃতি পাথর ও রত্ন মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে,মানুষের ভাগ্য পরিবর্তন ঘটাতে পারে- এরুপ বিশ্বাস রাখা মুশরিকদের কাজ, মুসলমানদের কাজ ণয়।

 

পূর্বে ও বলা হয়েছে কোন পাথর (Stone)  ভাগ্য বদলাতে পারে, কোন গ্রহকে খুশী করে তার অনুকূলে আনতে পারে-এরুপ বিশ্বাস করা শিরক-এর পর্যাযভুক্ত। তবে পাথরের কোন বিকিরণ ক্ষমতা (Radiative activity) যদি বৈজ্ঞানিক ভাবে শারীরিক উপকারে আসে বলে প্রমাণিত হয়, তবে তাতে বিশ্বাস স্থাপন করায় কোন  অসুবিধা নেই।

 

এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন

সাহাবাগণ কিভাবে অর্থ উপার্জন করতেন

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color