গর্ভধারণের উপায় কি? Gorvo Dharoner Upay ki?
গর্ভধারণের উপায় কি?
গর্ভধারণের জন্য নারী পুরুষের সহবাস অনাবশ্যক, তেমনিভাবে সহবাসের সময় পূর্ণাঙ্গ পুরুষাঙ্গ শক্ত ভাবে প্রসারিত হওয়া আবশ্যক। মহান রাব্বুল আলামীন মানুষের মাথা হতে পা পর্যন্ত শিরা-উপশিরা ধমনীর জাল বিছিয়ে দিয়েছেন। আর এসব শিরা-উপশিরার সংযোগস্থল পুরুষাঙ্গের সাথে।
এজন্যই গভীরভাবে চিন্তা করা উচিত যে, যৌনতা সম্পর্কে সামান্য কিছু কথা বলা হলে, স্পর্শ হলে বা এ জাতীয় কিছু দেখলে এমন কি চিন্তা করলেও মস্তিষ্কে তার প্রভাব বিস্তার করে। আর সাথে সাথে সেও পুরুষাঙ্গ শক্ত ও প্রসারিত হয়ে যায়।
যদি সুস্থ-সবল ব্যক্তি হয় তাহলে তার বীর্যপাত হওয়া বা চিন্তাটা মাথা থেকে সম্পূর্ণ বের হওয়ার আগ পর্যন্ত তার পুরুষাঙ্গ কাজ করতেই থাকে। আর যখন বীর্যপাত হয়ে যায় তখন শরীর দুর্বল ও অলস হয়ে যায়।
এর কারণ হলো সহবাসের দ্বারা শিরা ধমনী আপন কাজ বন্ধ করে দেয় এবং উত্তেজনা ঠান্ডা হয়ে পুরুষাঙ্গের প্রখরতা নিস্তেজ হয়ে যায়। অবশেষে দুর্বলতা ও ঘুম শরীরকে আচ্ছাদিত করে। এজন্য মুরুব্বিরা বলে থাকেন যে, বীর্যপাত ঘুমকে আস্বাদন করে।