নামাযে হাত বাঁধা প্রসঙ্গ - Hands tied in prayer
00:39:11 12/04/2023
নামাযে হাত বাঁধা প্রসঙ্গ : নামাযে হাত বাঁধা প্রসঙ্গে আলোচনা করতে গেলে দু'টি মাসআলা সামনে আসে যথা: ১. হাত কিভাবে বাঁধবে ২. কোথায় বাঁধবে। নিম্নে পর্যায়ক্রমে দলীল-প্রমাণসহ মাসআলা দু'টির সমাধান তুলে ধরা হল-
হাত বাঁধার পদ্ধতি :
তাকবীরে তাহরীমার পরে ডান হাত বাম হতের উপর অর্থাৎ ডান হাতের কব্জি বাম হাতের কব্জির উপর রেখে হাত বাঁধবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস ও বাস্তব আমল এবং সাহাবী, তাবেয়ী ও পরবর্তী আহলে ইলমের বক্তব্য ও কর্মধারার পদ্ধতি সম্পর্কে এমনই জানা যায় ।
হাদীস থেকে দলীল : ১ নং দলীল :
عن وائل بن حجر رضى الله عنه قال : قلت لأنظرن الى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلى ؟ فنظرت إليه فقام تكبر ورفع يديه حتى حاذتا باذنيه ثم وضع يده اليمنى على كفه اليسرى ول اليسرى والساعد الخ.
অর্থাৎ হযরত ওয়ায়েল ইবনে হুজর রা. বলেন, একবার আমার ইচ্ছা হল যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামায আদায় করেন তা দেখব। আমি দেখলাম, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। প্রথমে তাকবীর বলে উভয় হাত কান পর্যন্ত উঠালেন। তারপর নামাযে ডান হাত বাম হাতের উপর রাখলেন। ১৮২
২নং হাদীস :
عن وائل بن حجر رض عن أبيه قال : رأيت رسول الله صلى الله عليه وسلم يضع يده اليمنى على اليسرى قريبا من الرسغ.
অর্থাৎ ওয়ায়েল ইবনে হুজর রা. তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ডান হাত বাম হাতের উপর কব্জির কাছাকাছি বাঁধতে দেখেছি ।
দলীল:
১নং: ইমাম বুখারী রহ. সহীহ বুখারীর كتاب العمل فى الص শিরোনামের অধীনে হযরত আলী রা. এর আমল উল্লেখ করেছেন,
وضع على رضى الله عنه كفه على رضعه الأيسر (كتاب العمل في الصلاة إستعانة اليد
في الصلاة اذا كان من أمر الصلاة.
অর্থাৎ হযরত আলী রা. তার হাতের তালু বাম হতের কব্জির উপর রেখেছেন। (বুখারী)
নামাযে হাত বাঁধার স্থান
বিভিন্ন হাদীস, আছার এবং সাহাবী ও পরবর্তী উম্মতের আমল থেকে প্রতীয়মান হয় যে, নামাযে নাভির নীচে হাত বাঁধা সুন্নাত ।
হাদীস থেকে দলীল:
عن علقمة بن وائل بن حجر رض قال : رأيت رسول الله صلى الله عليه وسلم يضع يمينه على شماله فى الصلاة تحت السرة ( رواه ابن ابي شيبة واسناده صحيح واسناد هكذا - حدثنا وكيع عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر عن أبيه
فذكره الخ.
অর্থাৎ আলকামা ইবনে ওয়ায়েল ইবনে হুজুর রা. থেকে বর্ণিত। তিনি বলেন যে, আমি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি নামাযে নাভির নীচে বাম হাতের উপর ডান হাত রাখতেন। (ইবনে আবী শায়বা)
উক্ত হাদীসের বিশুদ্ধতা সম্পর্কে মুহাদ্দিসীনের অভিমত
১. হাফেজ কাসেম ইবনে কুতলুবুগা বলেন, (এটা চমৎকার সদন)
২. আল্লামা আবু তৈয়ব সিন্ধী বলেন, এই হাদীসটি সনদের দিক দিয়ে খুব মজবুত । ৩. শায়খ আবেদ সিন্ধী বলেন, এই হাদীসের (রাবীগণ) সকলেই (নির্ভরযোগ্য) ।
২নং দলীল:
عن ابى وائل رضى الله عنه قال : قال ابو هريرة رضى الله عنه : اخذ الأكف على
الاكف تحت السرة - رواه ابوداؤد ، نسخة ابن الاعرابي
অর্থাৎ হযরত আবু ওয়ায়েল রা. থেকে বর্ণিত । তিনি বলেন, আবু হুরায়রা রা. বলেছেন, নামাযের এক হাতের কব্জি অপর হাতের কব্জির উপর রেখে নাভীর নিচে
৩নং দলীল :
عن انس رضى الله عنه قال : ثلاث من اخلاق النبوة ـ (۱) تعجيل الافطار (٢) تاخير السحور (۳) ووضع اليد اليمنى على اليد اليسرى في الصلاة تحت السرة - (المحلى لا بن حزم ج ۳، ص ۳۰
অর্থাৎ হযরত আনাস রা. বলেন, তিনটি কাজ নবীগণের আদর্শের অন্তর্ভুক্ত -
১. তাড়াড়ি ইফতার করা ।
২. দেরী করে সেহরী খাওয়া।
৩. নামাযে ডান হাত বাম হাতের উপর রেখে নাভীর নিচে হাত বাঁধা।
তাবেয়ীদের আমল থেকে দলীল :তাবেয়ীদের আমল থেকে দলীল :
اخبرنا حجاج بن حسان قال سمعت ابا مجلز أو سئلته قال : قلت كيف يضع ؟ قال : يضع باطن كف يمينه على ظاهر شماله ويجعلها أسفل من السرة - (رواه ابن ابى شيبة واسناده صحیح : ج ، ص ۳۹۱ )
অর্থাৎ হাজ্জাজ ইবনে হাসসান বলেন, আমি আবু মিজলাযকে বলতে শুনেছি অথবা রাবী বলেছেন- জিজ্ঞাসা করেছি যে, নামাযে কিভাবে হাত বাঁধতে হয়? তিনি বললেন, ডান হাতের কব্জির ভেতরের অংশ বাম হাতের কব্জির বাইরের অংশের উপর রেখে নাভির নিচে হাত বাঁধবে।