Narrow selection

​​​​​​​নাস্তিকদের কিভাবে প্রতিবাদ করবেন? - How to protest atheists?


01:53:30 12/04/2023

নাস্তিকদের কিভাবে প্রতিবাদ করবেন?

একজন নাস্তিক যখন,আল্লাহ তা’আলা ও তার রাসূলকে নিয়ে কটুক্তি করে বা ইসলামের কোন বিষয় নিয়ে ব্যঙ্গ করে। তখন আমরা তাদের বিরুদ্ধে ফেসবুকে আলোরণ সৃষ্টি করি বা কখনো ময়দানে ঝেঁপে পরি।

আচ্ছা, এই যে মিছিল মিটিং করে ফেসবুক ইউটিউব গরম করে, আমরা এর ফলাফল কি পেয়েছি? রাস্তায় নেমে আন্দোলন করে আমরা কতটুকু পরিবর্তন করতে পেরেছি! আমরা কি পেরেছি বাংলাদেশের আইনে এমন আইন প্রণয়ন করতে যে, ‘আল্লাহর রাসূল নিয়ে যারা কটুক্তি করবে বা ইসলামের কোন বিষয় নিয়ে কটুক্তি করবে’ তাদের কারাদন্ড বা ফাসি কাস্টে ঝোলাতে হবে। পেরেছি? পারিনি।

অন্যদিকে আপনার এই গালাগালি এবং হত্যার হুমকি এই শব্দগুলো তাদের জন্য আরও সৌভাগ্য বয়ে আচ্ছে। যেমন তারা বিদেশে পাড়ি জমাতে পারছে ইউরোপ আমেরিকাতে নাগরিকত্ব পাচ্ছে। নাস্তিকদের এই উপকারটুকু আপনি করে দিচ্ছেন। আবেগে নাস্তিকদের একটা ছবি বা ভিডিও শেয়ার করে তাকে হুমকি ধুমকি দিয়ে আরো উপকার করে দিলেন। কারণ আপনার এই আবেগি দুই চারটা কথা কি বাংলাদেশের কারো কিছু যায় আসে না।

আপনি হয়তো বলবেন, তাহলে কি আমরা অন্তত এই জবান দিয়ে জিহাদ করব না?

আমি আপনাদের সেটা বলছি না, করবেন। এখানে আমার পার্সোনাল পরামর্শ দিতে বললে বলতাম যে, এই ব্যাপারগুলোতে গঠনমূলক প্রতিবাদ করুন। শুধু আবেগে ২/৪দিনের গরম প্রতিবাদ না। কার্যকরী দীর্ঘ মেয়াদী প্রতিবাদের ভিত তৈরি করুন। যারা অন্তত ঈমানদার আছে তাদের নিয়ে আরও শক্তিশালী হন। নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করুন,সমাজে গ্রহণযোগ্যতা তৈরি করুন, ঐক্য তৈরি করুন, এই বিন্দু বিন্দু ঐক্য একসময় বিশাল শক্তিতে পরিণত হবে। নিজেদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলুন, কারণ সাহাবায়ে কেরামদের অনুসরণ করলে আপনি বিষয়টা বুঝতে পারবেন,সাহাবায়ে কেরাম ছিলেন رحماء بينهم ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ।

নিজে যোগ্যতা অর্জন করুন। আর সেই সময় বা বয়স না থাকলে নিজের ভাইদের অথবা নিজের সন্তানদের যোগ্য করে গড়ে তুলুন। পুলিশ, আর্মি, মেজর, কর্নেল বা সচিবালয় পর্যন্ত আপনার ভাইদের পৌঁছে দিন। দেশপ্রেমী ইমান্দারদের দ্বারা মেম্বার, চেয়ারম্যান সরকার গঠন করুন। যে যোগ্য তাকে সামনে এগিয়ে দিন। আপনি বড় জায়গায় থাকলে ছোটদের টেনে তুলুন। কখনো মনের মধ্যে হিংসা রাখবেন না। যদি এই কাজটি করতে পারেন আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনার দ্বারাই ইসলামের অনেক বড় খেদমত নেবেন।

মনে মনে কোন ব্যক্তি ইসলামকে অপছন্দ করলেও বলে সাহস পাবে না। আমি অনুরোধ করে বলবো, ছোটখাট বিষয় নিয়ে আর বিতর্কে জড়াবেন না। নিজেদের মধ্যে ফাটল ধরাবেন না। নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলুন। নিজেদের অবস্থান মজবুত করুন। আল্লাহ তাআলা আমাদের হৃদয় দ্বারা বোঝার তৈাফিক দান করুন।

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color