৭ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্নত্তর
13:45:07 06/13/2024
৭ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্নত্তর
১.কোনটি ধীরে ধীরে বুদ্ধি মান যন্ত্রে পরিণত হতে চলেছে?
ক. রেডিও
খ. ল্যা- ফোন
গ. টেলিভিশন
ঘ.মোবাইল টেলিফোন
২. জেলে নদীতে মাছ ধরার সময় রেডিও নিয়ে যাবার কারণ কী?
ক. গান শোনার জন্য
খ. ঝড়ের পূর্বাভাস শোনার জন্য
গ.নাটক শোনার জন্য
ঘ. বিনেদন জন্য
৩. কোনটি আমাদের সকলের জীবনে কোন না কোন ভাবে প্রভাব ফেলছে?
ক. মোবাইল
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. কম্পিউটার
ঘ . ইন্টারনেট
৪. গাড়ির ড্রাইভারকে অপরিচিত পথ চিনতে হলে কী করতে হচ্ছে?
ক. কম্পিউটার
খ. জিপিএস
গ ইন্টারনেট
ঘ. ইবুক রিডার
৫. কোথা থেকে আমরা যে কোন বিষয়ে তথ্য জানতে পারি?
ক. ক্যালকুলেটর
খ. টেলিভিশন
গ. মোবাইল
ঘ. ইন্টারনেট
৬. ছবি প্রিন্টার করার জন্য কোনটি ব্যবহার করা হয়ে থাকে?
ক. ই-বুক রিডার
খ. মোবাইল
গ. প্রিন্টার
ঘ. ইন্টারনেট
৭. বাসায় বসে খাবারের অর্ডার দিতে কোনটি ব্যবহার করা যায়?
ক. জিপি- এস
খ. প্রিন্টার
গ. ই- মেইল
ঘ. ইন্টারনেট
৮. ভার্চুয়াল অফিসের কাজ শুরু হয় সর্ব প্রথম কত সালে?
ক. ১৯৯৩
খ. ১৯৯৪
গ. ১৯৯৫
ঘ. ১৯৯৬
৯. কম্পিউটারের মাধ্যমে চিঠি আদান প্রদানের মাধ্যমে কে বলা হয়?
ক্যালকুলেটার
খ. টেলিভিশন
গ. মোবাইল
ঘ. ইন্টারনেট
১০. ভার্চুয়াল অফিস নিয়ে আলোচনা করা হয় কত সালে?
ক. ১৯৮২
খ. ১৯৮৩
গ. ১৯৮৪
ঘ. ১৯৯৫
১১. ইন্টারনেট এর পূর্ণরূপ কোনটি ?
ক. ইন্টারনেট
খ. ইন্টারনেট ওয়াকিং
গ. কম্পিউটার
ঘ. ইউনিক নেটিং
১২. কোন অফিস তৈরির জন্য বড় বড় বিল্ডিং এর দরকার নেই?
ক. সরকারি অফিস
খ. বেসরকারি অফিস
গ. ভার্চুয়াল অফিস
ঘ. শিক্ষা প্রতিষ্ঠান
১৩. বাসায় বসে কাজ করে টাকা উপার্জন করতে কী কী যন্ত্রপাতি দরকার ?
ক.টেলিভিশন ও মোবাইল
খ. কম্পিউটার ও মোবাইল
গ. কম্পিউটার ও ইন্টারনেট
ঘ. টেলিভিশন ও কম্পিউটার
১৫. আজকাল যুদ্ধ বিমানে কী থাকে না?
ক. বোমা
খ. পাইলট
গ. জ্বালানি
ঘ. তথ্য প্রযুক্তি
১৬.বাংলাদেশ এখন বিশাল জাহাজ তৈরি করে সেগুলো কী করে?
ক. সাগরে ভাসিয়ে দেয়
খ. যাদু ঘরে রাখে
গ. বিদেশে রপ্তানি করে
ঘ.বিনামুল্যে বিতরণ করে
১৭. সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো ?
ক. ল্যাপটপ
খ. ডেস্কটপ
গ. পিডিপি
ঘ. সুপার কম্পিউটার
১৮. ওয়েলডিং করার মতো বিপজ্জনক কাজ গুলো আজকাল করা হয়?
ক. মানুষ দ্বারা
খ. রোবট দ্বাারা
গ. ক্রেন দ্বারা
ঘ. ইন্টা ব দ্বারা
১৯. ইন্ডস্ট্রিয়াল রোবট দিয়ে বিপজ্জনক কী কাজ করা হয়?
ক. ইলেকট্রিক
খ. সেফানিকেল
গ. কেমিক্যাল
ঘ. যান্ত্রিক
২০. বর্তমান যুদ্ধ বিমান কীসের সাহায্যে পরিচালনা করা হয়?
ক. পাইলট
খ. রোবট
গ. যোদ্ধা
ঘ. সুপার কম্পিউটার
২১. যারা ওয়েল্ডিং এর কাজ করে তাদেরকে কী পরতে হয়?
ক. বিশেষ পদ্ধিতে নির্মিত জামা
খ. হাত মোজা
গ. আ্যপ্রন
ঘ. বিশেষ চশমা
২২. আমরা সবাই কোথাই থাকি ?
ক. সমাজে
খ. বিমানে
গ. নভোজানে
ঘ. বিদেশে
২৩. সবচেয়ে বেশি ব্যবহৃত কোন সামাজিক যোগাযোগ সাইট?
ক. গুগল প্লাস
খ. ফেসবুক
গ. টুইটার
ঘ. মাইস্পেস
২৪. ২০১২ সালের জুলাই মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহার কারী সংখ্যা কত ছাড়িয়ে
গেছে?
ক. ৯৬ হাজার
খ. ২৬ হাজার
গ. ২৫ লক্ষ
ঘ. ৩০ লক্ষ
২৫.তথ্য ও যেগাযোগ প্রযুক্তির ক্ষেত্র
র. নতুন নতুন হার্ডওয়ার ও সফটওয়্যার উদ্ভাবন
রর. পৃথিবীর যেকোন স্তানে তথ্য পাওয়ার সুবিধা
ররর. তথ্য বিনিময়ের অবারিত সুবিধা নিচের
ক. র ও রর ও
(ক) i ও ii I (খ) i ও iii 1I (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১. ঘ, ২. খ ৩. খ, ৪. খ ৫. ঘ, ৬. গ, ৭. ঘ, ৮. খ, ৯. ঘ, ১০. খ, ১১. খ, ১২. গ, ১৩. গ, ১৫. খ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. খ, ১৯. ঘ ২০, ঘ, ২১. ঘ, ২২. ক, ২৩. খ, ২৪গ, ২৫. ঘ
এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন
ওয়েবসাইটের মাধ্যমে অর্থ উপার্জনের উপায়