সত্তম শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - ICT MCQ Class 7
13:54:38 06/08/2024
সত্তম শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহুনির্বচনি প্রশ্ন:
১। ওয়ার্র্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইজ হলো-
ক. কী-বোর্ড খ. স্ক্যানার
গ. মাউস ঘ. OCR
২। ওয়ার্ড প্রসেসরের বিজয় কী-বোর্র্ড সচল করতে নিচের কোন কাজটি করতে হয়?
ক. মাউস খ. কী-বোর্ড
গ. স্ক্যানার ঘ. dmr
৩। শহিদ লিপি কী?
ক। ইংরেজী সফট্য়্যার খ. অ্যাপ্লিকেশন সফট্য়্যার
গ. বাংলা সফট্য়্যার ঘ. অপারেটিং সফট্য়্যার
৪। অভ্র সফট্য়্যার চালুর জন্য ব্যবহার করতে হবে?
ক. F8 খ. F2 গ. F10 ঘ. F12
৫. কোন লেখাকে কাট করার কমান্ড হলো লেখাকে সিলেক্ট করে-
ক. ctr+s খ. ctr+p গ. ctr+x ঘ. ctr+ v
৬। ডকুমেন্টের শেষে কার্সর নিতে হলে কি ব্যবহার করতে হবে?
ক. ctr + End খ. ctr + home
গ. Shift + Home ঘ. Shift + End
৭। মুনির চৌধুরী কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
ক. ঢাকা খ. রাজশাহী
গ. জাহাঙ্গীরনগর ঘ. চট্রগ্রাম
৮। প্রথম বাংলা কী-বোর্র্ড লেয়াউট তৈরী হয়?
ক. ১৯৭১ সালে খ. ১৯৮৫ সালে
গ. ১৯৬৫ সালে ঘ. ১৯৯০ সালে
৯। ডকুমেন্ট তৈরি করতে নিচের কোনটি ব্যবহার করতে হয়?
ক. ওয়ার্ড প্রসেসিং প্রগ্রাম খ. কী-বোর্ড
গ. লে-আউট গ. কাউন্সিল বোর্ড
১০। ওয়ার্ড প্রসেসিং এ বাংলায় লেখালেখির জন্য আমাদের কি সম্পর্কে ধারনা থাকতে হবে?
ক. বাংলা সফট্য়্যার খ. বাংলা কী-বোর্ড
গ. বাংলা লে-আউট ঘ. বাংলা লিপি
১১। কম্পিউটারে বাংলা লিখতে ব্যাপক জনপিয়তা লাভ করে নিচের কোনটি?
ক. প্রশিকা শব্দ খ. প্রবর্তনা
গ. লেখনী ঘ. বিজয়
১২। কত সালে কিছু বাংলা ফন্টসহ শহিদ লিপি সফট্য়্যার প্রবর্তিত হয়?
ক. ১৯৮৪ খ. ১৯৮৫
গ. ১৯৯৯ ঘ. ২০০১
১৩। কত সালে বিনামূল্যে ইউনিকোড সফট্য়্যার অভ্র প্রবর্তিত হয়?
ক. ২০০৪ খ. ২০০৬
গ. ২০০৭ ঘ. ২০০৯
১৪. উচ্চারণ ভিত্তিক বাংলা টাইপিং সফট্ওয়্যার হলো-
ক. এমএস ওয়ার্র্ড খ. ওয়ার্র্ড স্টার
গ. ওয়ার্র্ড পার্ফেক্ট ঘ. অভ্র
১৫। বাংলা যুক্ত বর্ণ লিখতে প্রথম বর্র্ণটি টাইপ করার পর ইংরেজী কোন বর্ণটি চাপতে হয়?
ক. h খ. i গ. j ঘ. g
১৬। অভ্র একটি-
ক. বাংলা সফট্ওয়্যার খ. অপারেটিং সিস্টেম
গ. সার্চ ইঞ্জিন ঘ. ভাইরাস
১৭। লেখা বোল্ড করতে কোন কমানন্ড ব্যবহার করতে হয়?
ক. ctr + s খ. ctr + p
গ. ctr + b ঘ. ctr + v
১৮। লেখা প্রিন্ট করতে কোন কমানন্ড ব্যবহার করতে হয়?
ক. ctr + s খ. ctr + p
গ. ctr + x ঘ. ctr + v
১৯। ডকুমেন্ট ফর্মেটিং হলো-
i. ডকুমেন্ট সম্পাদনা করা
ii. ডকুমেন্ট সাজানো
iii. ডকুমেন্ট মুছা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i ii ও iii
২০। বাংলা লেখার সফট্ওয়ার হলো-
i. বিজয়
ii. লেখনী
iii. প্রশিকা শব্দ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i ii ও iii
২১। কোন শব্দ মুছার জন্য কী-বোর্র্ডের কোন কী ব্যবহার করবো?
ক. Delete key খ. Insert key
গ. home key ঘ. Shift key
২২। Ctrl + b ব্যবহার করা হয়-
ক. লেখা বোল্ড করার জন্য খ. ইটালিক করার জন্য
গ. আন্ডার লাইন কারার জন্য ঘ. বড় করার জন্য
২৩। ctrl p একসাথে চেপে কি করতে হয়?
ক. কপি খ. প্রিন্ট
গ. পেস্ট ঘ. কাট
২৪। ডকুমেন্ট সংরক্ষণের সময় কিসের ভিত্তিতে নাম করণ করা হয়?
ক. কাজের ধরন খ. আয়তন
গ. ডকুমেন্ট বিত্তিতে ঘ. ইচ্ছামাফিক
২৫। প্যারাগ্রাফের এলাইনমেন্ট কত ধরনের হয়?
ক. ২ ধরনের খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের ঘ. ৫ ধরনের
১. ক, ২. খ, ৩. গ, ৪. ঘ, ৫. গ, ৬. ক, ৭. ক, ৮. গ, ৯. ক, ১০. খ, ১১. ঘ, ১২. খ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. ক, ১৭. গ, ১৮. খ, ১৯. ক, ২০. ঘ, ২১. ক, ২২. ক, ২৩. খ, ২৪. ক, ২৫. গ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্নত্তর - MCQ Class 9-10