Narrow selection

অষ্টম শ্রেণি বহুনির্বাচনি প্রশ্নত্তর - ICT MCQ Class 8


13:51:45 06/08/2024

অষ্টম শ্রেণি বহুনির্বাচনি প্রশ্নত্তর

উত্তর গুলো নিচে সিরিয়াল ভাবে উল্লেখ করা হয়েছে।

বহুনির্বাচনি প্রশ্ন:
১। টাইটেল বার মাইক্রোসফট এক্সেল উইন্ডোর কোথায় থাকে?
(ক) বাম পাশে (খ) ডান পাশে
(গ) একেবারে উপরে (ঘ) একেবারে নিচে

 

২। অতীতে বিদেশে যোগাযোগের একমাত্র উপায় ছিল কোনটি
(ক) ইন্ট্রানেট (খ) ইন্টারনেট
(গ) ফ্যাক্স (ঘ) চিঠি

 

৩। বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত স্প্রেডশীট সফটওয়্যার হলো
ক. Visi calc খ. Microsoft Ecxel
গ. Open Office Calc ঘ. Kspead

 

৪। স্প্রেডশিটের অভিধানিক অর্থ কী?
(ক) বড় মাপের কাগজ (খ) আর্থিক হিসাব রাখা
(গ) ছড়ানো বড় মাপের কাগজ (ঘ) হিসাব গ্রহণ করা

 

৫। কী-বোর্ডের মাধ্যমে নতুন ওয়ার্কশিট খোলার কমান্ড কোনটি?
(ক) ctrl+x (খ) ctrl+s
(গ) ctrl+o (ঘ) ctrl+n

 

৬। বাজেট প্রণয়নে কোন ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হয়?
(ক) MS-Word (খ) MS Excel
(গ) VisiCalc (ঘ) Oracle

 

৭। অ্যাপল কম্পানির তৈরি স্প্রেশিটের নাম কী?
(ক) MS-Excel (খ) Kspread
(গ) VisiCalc (ঘ) Open office calc

 

৮। মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো কোন গুচ্ছে সাজানো থাকে?
(ক) শিট ট্যাব (খ) স্ট্যাটাস
(গ) রিবন (ঘ) অফিস বাটন

 

৯। স্প্রেডশিটে ওয়ার্কবুকের শিরোনাম কোথায় লেখা থাকে?
(ক) অ্যাক্সেস বারে (খ) স্ট্যাটাস বারে
(গ) মেনু বারে (ঘ) টাইটেল বারে

 

১০। নতুন ওয়ার্কশিট খোলা যায় কী-বোর্ডের কোন দুটি কী প্রেস করে?
(ক) ctrl+x (খ) ctrl+s
(গ) ctrl+o (ঘ) ctrl+n

 

১১। সর্বপ্রথম উদ্ভাবিত স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি?
(ক) MS-Excel (খ) Kspread
(গ) VisiCalc (ঘ) Open office calc

 

১২। এক্সেল কয়ভাবে ভাগ করা যায?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫

 

১৩। ঊ নং কলাম ও ১০ নং সারির সেল ঠিকানা কোনটি?
(ক) E 10 (খ)10-E (গ) E-10 (ঘ)10 E
১৪। মাইক্রোসফট এক্সেলে অ, ই, ঈ… দিয়ে কী নির্দেশ করা হয়?
(ক) Row (খ) Column
(গ) Cell (ঘ) Workbook

 

১৫। কোন সফট্ওয়্যার কম্পানি এক্সেল সফট্ওয়্যার উদ্ভাবন করেন?
(ক) মাইক্রোসফট (খ) অ্যাপল
(গ) স্যামসাং (ঘ) আই বি এম

 

১৬। ডস এ ব্যবহৃত স্প্রেডশিট হচ্ছে –
(ক) এক্সেল (খ) লোটাস
(গ) উভয়টি (ঘ) কোনটিই নয়
১৭। একটি ওয়ার্কশিটে কত লাখের বেশি ঘর বা সেল থাকতে পারে?
(ক) ২০ (খ) ৩০ (গ) ৪০ (ঘ) ৪০

 

১৮। নিচের কোনটি আবিস্কারের পর জটিল ও দীর্ঘ হিসেবে সমস্যা দূর হয়েছে?
(ক) রেডিও (খ) কম্পিউটার
(গ) রকেট (ঘ) টেলিভিশন

 

১৯। কলাম ও সারির মিলনস্থলকে কী বলে?
(ক) রো (খ) ওয়ার্কশিট
(গ) সেল (ঘ) কলাম

 

২০। কোনটি ফাংশন?
(ক) C9 (খ) AVG (গ) LET (ঘ) FAlS

 

২১। স্প্রেডশিড প্রোগ্রামের মাধ্যমে করা যায়?
i. উপাত্ত সম্পাদন করা
ii. উপাত্ত বিশ্লেশন করা
iii. প্রতিবেদন তৈরি করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i ii ও iii

 

২২। এক্সেল উইন্ডোর অফিস বাটনে ক্লিক করে
i. নতুন ওয়ার্কবুক খোলা যায়
ii. আগের ওয়ার্কবুক খোলা যায়
iii. ওয়ার্কবুক্ত সংরক্ষণ করা যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i ii ও iii

 

২৩। স্প্রেডশিটে ঋ৫ দিয়ে বুঝায়-
i. সেল
iii. কলাম
iii. রো
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i ii ও iii

 

২৪। নতুন ওয়ার্কশিট খোলার পদ্ধতী হলো-
i. ctrl+v
ii. অফিস বাটন+নিউ
iii. ctrl+N
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i ii ও iii

 

২৫। সেল এড্রেস দেখা যায় কোথায়?
(ক) টাইটেল বারে (খ) স্ট্যাটাস বারে
(গ) শিট ট্যাবে (ঘ) ফর্মুলা বারে

 

১. গ, ২. ঘ, ৩. খ, ৪. গ, ৫. ঘ, ৬. খ, ৭. গ, ৮. গ, ৯. ঘ, ১০. ঘ, ১১. গ, ১২. ক, ১৩. ক, ১৪. খ, ১৫. ক, ১৬. ক, ১৭. গ, ১৮. খ, ১৯. গ, ২০. খ, ২১. ঘ, ২২. ঘ, ২৩. ক, ২৪. গ, ২৫. ঘ।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্নত্তর - MCQ Class 9-10

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color