বিশ্বের সম্রাটদের প্রতি দাওয়াতী পত্র
বিশ্বের সম্রাটদের প্রতি দাওয়াতী পত্র
ঐ সন্ধির কারণে রাস্তা নিরাপদ হয়ে গেল। তখন মহানবী সা. ইচ্ছা করলেন যে, হকের আওয়াজ দুনিয়ার সকল বাদশাহদের নিকট পৌছিয়ে দেয়া হোক। তাই তিনি আমর ইবনে উমাইয়্যাকে আসহামা নামী হাবশার বাদশাহ নাজ্জাসীর দরবারে প্রেরণ করলেন। তিনি মহানবী সা. এর বরকতময় পত্র উভয় চোখের উপর রাখলেন। সিংহাসন থেকে নেমে সমতল ভূমিতে বসে গেলেন। সন্তুষ্টচিত্তে ইসলাম গ্রহণ করলেন এবং মহানবী সা. এর যুগে ইন্তেকাল করেন।
সাস্থসম্মত উপায়ে তৈরি ১০০%-খাঁটি-ঘি
দিহইয়া কালবী নামক সাহাবীকে হেরাক্লাস নামী রূমের বাদশাহর নিকট প্রেরণ করলেন। তার কাছেও অকাট্য প্রমাণাদি ও পূর্বের কিতাবাদির সাগ্যের মাধ্যমে প্রমাণিত হয়ে গিয়েছিল যে, তিনি সত্য নবী। তাই তিনি তৎক্ষণাৎ ইসলাম কবুল করার ইচ্ছা করলেন। কিন্তু তার উপর সকল প্রজা চটে গেল। তার এই আশঙ্কা হল যে, যদি আমি মুসলমান হয়ে যাই তো এ সব লোক আমাকে রাজ্যত্ব থেকে বরখাস্ত করে দিবে। এজন্য তিনি ইসলাম গ্রহণ থেকে বিরত থাকেন।
হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রা. কে ইরানের খসরূ পারভে কিসরার নিকট প্রেরণ করলেন। ঐ হতভাগা বরকতময় পত্রের সাথে বে-আদবী করল। ছিড়ে টুকরো টুকরো করে ফেলল। যখন মহানবী সা. তা অবগত হলেন, তখন তিনি বললেন, আল্লাহ তায়ালা তার রাজত্বকে এভাবে টুকরো টুকরো করু ক, যেমনভাবে সে আমাদের পত্রকে করেছে। সায়্যিদুর রুসূলের দু'আ কিভাবে বিফল হয়? কিছু দিনের পর খসরূ পারভেয় স্বীয় পুত্র শেরওয়াই এর হাতে অত্যন্ত নির্মমভাবে নিহত হয়।
হাতেব ইবনে আবি বালতায়াকে মিসর ও ইস্কেন্দারিয়ার সুলতান (মুকাওকাস) এর নিকট প্রেরণ করেন। আল্লাহ তাআলা তার অন্তরেও ইসলামের বাস্তবতা এবং মহানবী সা. এর সত্যতা ঢেলে দিলেন। তাই তিনি হাতের ইবনে আবি বালতায়া রা. এর সাথে অত্যন্ত সুন্দর ব্যবহার করলেন এবং মহানবী সা. এর জন্য কিছু উপহার প্রেরণ করলেন। তাতে মারিয়া কিবতী নাম্নী এক বাঁদী ও একটি সাদা খচ্চর ছিল, যার নাম ছিল দুলদুল। অন্য বর্ণনাতে রয়েছে, এক হাজার দিনার এবং বিশ জোড়া কাপড় হাদিয়া হিসেবে প্রদান করেছিলেন।
হযরত আমর ইবনে আস রা.কে আম্মানের বাদশাহদ্বয় অর্থাৎ জীফা ও আব্দুল্লাহ এর নিকট প্রেরণ করলেন। তাদের ব্যক্তিগত যাচাই এবং পূর্বের কিতাবের মাধ্যমে মহানবী সা. এর নবুওয়াতের সত্যতা ইয়াকীন হয়ে গিয়েছিল । তারা উভয় মুসলমান হয়ে যান এবং ঐ সময় হতে প্রজাদের থেকে যাকাত উসুল করা শুরু করে দিলেন এবং হযরত আমর ইবনে আস রা. এর নিকট অর্পণ করেন। -সুরুরুল মাহযুন।