Narrow selection

​​​​​​​প্রেম করা কি জায়েজ? - Is it permissible to love?


04:45:48 12/04/2023

প্রেম করা কি জায়েজ?

কুরআনের এই আয়াতের আলোকে একথা স্পষ্ট হয় যে, বিবাহ পূর্ব নর-নারীর ভালবাসা হচ্ছে হারাম, অবৈধ। কোন কোন লেখক, কলামিষ্ট, উপন্যাসিক একে পবিত্র প্রেম হিসেবে রূপ দেয় । আমরা বলতে চাই, পবিত্র প্রেম মা-বাবার সাথে প্রেম, ভাই-বোনের প্রেম, স্বীয় স্বামী-সন্তানের প্রতি প্রেম, মানবতার প্রেম । কোন নর বা কোন নারী, কোন যুবক বা কোন যুবতী বিবাহ পূর্ব প্রেম করলে এটা পবিত্র হতে পারেনা, এটা অন্যায়, পাপ । 

এই প্রেমকে যারা পবিত্র বলে তারা সুকৌশলে আমাদের যুব সম্প্রদায়ের চরিত্রে আঘাত করছে। হে যুবক, মনে রাখবে তোমার এই প্রেম তোমাকে অন্ধকার জগতে নিয়ে যাবে। যদি তোমার পবিত্র মনকে, বিবেককে সান্তনা দিতে চাও, তাহলে এগুলো ত্যাগ করতে হবে। না হলে তোমার পড়ালেখা শেষ হয়ে যাবে, তোমার জীবনের ক্যারিয়ার ধুলিস্যাৎ হয়ে যাবে, তোমার পুরা জীবন অন্ধকারে ডুবে যাবে। আজকে যে মেয়েকে তোমার যোগ্য মনে করছ, একদিন তোমার ক্যারিয়ার হয়ত এত উঁচু হবে যে, তোমার লজ্জা লাগবে এই মেয়েকে বিয়ে করতে। হে বোন, যে যুবককে আজ তুমি নিজের যোগ্য মনে করছ, এমনও তো হতে পারে যে, এই ছেলেকে গ্রহণ

করতে তোমার লজ্জা লাগতে পারে। পরে আফসোস করার চেয়ে আগে ভেবে নেয়া ভাল । খবরদার, পবিত্র প্রেমের নামে অবৈধ সম্পর্ক করার কোন সুযোগ ইসলামে নেই । যখন তারা বিয়ের উপযুক্ত হবে, তখন তারা দেখে শুনে বিয়ে করতে পারবে। এতটুকু ইসলামে অনুমতি দেয়া হয়েছে। চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ যে এরিয়াতে এত শিক্ষা প্রতিষ্ঠান, আপনি যদি ১০ টায় কোন হোটেল-রেঁস্তোরা, মিনি চাইনিজগুণেতে যান অবাক হবেন, বিয়ারা আপনাকে বলবে সরি, কোন সিট নেই। 

প্রশ্ন জাগে, লাঞ্চের সময় নয়, ডিনারের সময় নয়, পড়ালেখার এই সময়ে এখানে এত জ্যাম কেন? আপনি যদি ঠেলে ঢুকে পড়েন আপনি প্রথমে কিছুই দেখবেননা । কারণ, সেখানে আলো আঁধারি পরিবেশ সৃষ্টি করা হয়েছে। ঢিম লাইট জ্বালানো সেখানে আপনি দেখবেন, বই খাতা ছুঁড়ে ফেলে স্কুল-কলেজের ড্রেস পরে, এপ্রোণ পরে যুবক-যুবতী আপত্তিজনক অবস্থায় ঘেঁষাঘেষি করে আড্ডা দিচ্ছে । কোথায় ক্লাস, কোথায় লেকচার, কোথায় এসাইনমেন্ট, কোথায় একাডেমিক ক্যারিয়ারকে ডেভেলপ করার চিন্তা। তারা সব মাটি করে ফেলছে। 

মা-বাবা মনে করছে আমার ছেলে-মেয়েকে আমি কলেজে প্রেরণ করেছি অনেক জ্ঞান নিয়ে তারা ফিরবে। কিন্তু অভিভাবক জানেনা তার আদরের সন্তান কোথায় সময় নষ্ট করছে । আমাদের দেশের বিশ্ববিদ্যালয় সমূহের পবিত্র আঙ্গিনায় জোড়া জোড়া হয়ে, ঘেঁষাঘেষি করে ছাত্র-ছাত্রীরা যেভাবে সময় নষ্ট করছে, ধ্বংস করছে নীতিবোধ, লজ্জাবোধ ও শালীনতা তা মুসলিম জাতি হিসেবে আমাদের জন্য বড়ই অপমানজনক । 

শিক্ষা ও যৌনতাকে যারা প্রেমের নামে একাকার করে দিতে চায় কঠিন হাতে তাদের প্রতিরোধ করতে হবে। শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও সচেতন ছাত্রদের এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে । অশ্লীলতার সয়লাব হতে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করব-এ হোক আমাদের ইস্পাত কঠিন সংকল্প ।

টীকা :

১। তিরমিজী ৪/৬১২

رقيم اقناه وعن شبابه فيم لاتزول قدم بن أدم يوم القيامة من غدر به حتى يسال عن خمس عن ابلاه وماله من اين اكتسبه وفيم انفقه وماذا عمل فيم علم

২। সূরা ইসরা : ৩২

৩। বোখারী শরীফ ঃ ১/২৩৪, মুসলিম শরীফ : ২/৭১৫

سبعة يظلهم الله في ظله يوم لا ظل الا ظل الامسام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امراة ذات منصب وجمال فقال اني اخاف الله ورجل تصدق واخفى

حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه

সাত ব্যক্তিকে আল্লাহ তাঁর বিশেষ ছায়ায় আশ্রয় দিবেন যেদিন তাঁর ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবেনা । তারা হল ঃ (১) ন্যায় বিচারক (২) যে যুবক তার প্রভুর ইবাদতের মধ্য দিয়ে গড়ে উঠেছে (৩) যে ব্যক্তির মন মসজিদের সাথে সংযুক্ত (৪) দু'ব্যক্তি পরস্পর ভালবাসা গড়ে তুলেছে আল্লাহর জন্যই। আল্লাহর কারণে তারা মিলিত হয় আবার একই কারণে বিচ্ছিন্ন হয় (৫) যে ব্যক্তিকে কোন প্রভাব ও সৌন্দর্যের অধিকারিনী আহ্বান জানানোর পর সে বলল- আমি আল্লাহকে ভয় করি । (৬) যে ব্যক্তি আল্লাহর পথে এতই গোপনে ব্যয় করে তার বাম হাত জানেনা যে, ভান হাত কি ব্যয় করল । (৭) যে ব্যক্তি নীরবে বসে আল্লাহর স্মরণ করল আর তার দু চোখ অশ্রু বর্ষণ কর।

 

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color