১০ম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্নত্তর
13:34:30 06/13/2024
১০ম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি
১. জিহাদ অর্থ কী?
(ক) চেষ্টা
(খ) যুদ্ধ
(গ) হত্যা
(ঘ) উর্পাজন
২. নফস শব্দের অর্থ কী?
(ক) দেহ
(খ) আত্না
(গ) মস্তিষ্ক
(ঘ) মন
৩. বড় জিহাদ কোনটি?
(ক) যুদ্ধ করা
(খ) দেশ রক্ষার সংগ্রাম
(গ) কু-প্রবৃত্তিকে দমন করা
(ঘ) শত্রুহত্যা
৪. আল্লাহর পথে দু পায়ে ধুলি লাগানো বান্দার পুরস্কার কী?
(ক) জান্নাত
(খ) জাহান্নাম
(গ) ক্ষমতা
(ঘ) সম্পদ
৫. সর্বোত্তম ইবাদত কোনটি
(ক) রোজা
(খ) নামায
(গ) হজ
(ঘ) যাকাত
৬. কোন ইবাদত মুমিনকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে?
(ক) হজ
(খ) সাওম
(গ) যাকাত
(ঘ) সালাত
৭. হজ মানুষের কী ধুয়ে পরিষ্কার করে দেয়?
(ক) গুনাহ
(খ) ময়লা
(গ) হিংসা
(ঘ) শত্রুতা
৮. সালেহ কোন ধরনের লোক?
(ক) খাঁটি
(খ) কাফির
(গ) দুর্বল মুমিন
(ঘ) মুনাফিক
৯. কীভাবে উত্তম মানুষে পরিণত হওয়া যায়?
(ক) কাজ দ্বারা
(খ) উন্নত নৈতিকতা দ্বারা
(গ) সম্পদ দ্বারা
(ঘ) উচ্চশিক্ষা দ্বারা
১০. সকল সৎকাজের প্রতিদান আল্লাহ কত গুন বাড়িয়ে দেন?
(ক) দশ থেকে পাঁচশত
(খ) দশ থেকে ছয়শত
(গ) দশ থকে সাতশত
(ঘ) দশ থেকে আটশত
১১. আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলাকে কী বলে?
(ক) শরিয়ত
(খ) তরিকত
(গ) মারেফাত
(ঘ) ইবাদাত
১২. কিয়ামতের দিন মহান আল্লাহ সর্বপ্রথম কীসের হিসাব নিবেন?
(ক) সালাত
(খ) যাকাত
(গ) সাওম
(ঘ) হজ
১৩.সালাত শব্দের অর্থ কী?
(ক) ক্ষমা প্রার্থনা করা
(খ) বিরত থাকা
(গ) আনুগত্য করা
(ঘ) সংকল্প
১৪. সাওম বা রোজা শব্দের অর্থ কী?
(ক) সংকল্প করা
(খ) বিরত থাকা
(গ) প্রার্থনা করা
(ঘ)উপবাস থাকা
১৫. সাওম অস্বীকারকারীকে কী বলা হয়?
(ক) মুশরিক
(খ) ফাসিক
(গ) কাফির
(ঘ) মুনাফিক
১৬. যাকাত কাদের অধিকার?
(ক) ধনীদের
(খ) গরিবদের
(গ) নারীর
(ঘ) বয়স্কদের
১৭. জীবনে কতবার হজ ফরজ?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
১৮. জ্ঞানার্জন প্রত্যেক মুসলীমের জন্য কী?
(ক) সুন্নত
(খ) ওয়াজিব
(গ) ফরজ
(ঘ) মুস্তাহাব
১৯. দুনিয়াবী ইলম কোনটি?
(ক) কুরআন
(খ) হাদিস
(গ) ফিকাহ
(ঘ) গণিত
২০. সবচেয়ে মূল্যবান দান সুন্দর চরিত্র-এটি কার বাণী?
(ক) মহান আল্লাহর
(খ) মহানবী (সা:)এর
(গ) জিবরাইল (আ) এর
(ঘ) উমর (রা:) এর
উত্তর: ১. ক, ২. ঘ, ৩. গ, ৪. ক, ৫. খ, ৬. ঘ, ৭. ক, ৮. ক, ৯. খ, ১০. গ, ১১. ঘ, ১২. ক, ১৩. ক, ১৪. খ, ১৫. গ, ১৬. খ, ১৭. ক, ১৮. গ, ১৯. ঘ, ২০. খ,
এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন
ওয়েবসাইটের মাধ্যমে অর্থ উপার্জনের উপায়