Narrow selection

দশম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন - Islam Shikkha MCQ Class 9-10


14:05:07 06/10/2024

দশম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন

 

১। আমানতের খিয়ানত করা কার চিহ্ন?
(ক) ফাসিকের
(খ) কাফিরের
(গ) মুনাফিকের
(ঘ) মিথ্যাবাদীর

 

২। মানব চরিত্রের কোন গুনগুলো আখলাকে হামিদাহ্?
(ক) সততা, অলসতা, ক্ষমা
(খ) মানব সেবা, প্রতারণা, ক্রধ
(গ) পরিচ্ছন্নতা, মিথ্যা, কৃপনতা
(ঘ) ওয়াদা পালন, ধৈর্য, দয়া

 

৩। মানবীয় মৌলিক গুন এবং জীবনের শ্রেষ্ট সম্পদ কি?
(ক) সোন=রুপা
(খ) টাকা-পয়সা
(গ) উতত্ম হিরা-পান্না
(ঘ) উত্তম চরিত্র

 

৪। আল্লাহভীতি বলতে কী বোঝায়?
(ক) আল্লাহর জিকির করা
(খ) আল্লাহর সামনে জবাবদিহির ভয়
(গ) পাপ থেকে বেচে থাকা
(ঘ) হালাল টাকা উপার্জন করা

 

৫। জান্নাত লাভের পূর্বশর্ত কী?
(ক) সম্পদশালী হওয়া
(খ) জ্ঞানী হওয়া
(গ) মুত্তাকী হওয়া
(ঘ) চুক্তিবদ্ধ হওয়া

 

৬। তাকওয়া কোনটির মূলভিত্তি?
(ক) নামাজের
(খ) সততার
(গ) ইসলামি নৈতিকতার
(ঘ) মানবতার

 

৭। ইসলামি শরিয়াতে তাকওয়ার গুরুত্ব হলো-
i. মানুষের চরিত্র গঠন করে
ii. মানুষকে পাপ থেকে রক্ষা করে
iii. মানুষকে সাহসী করে
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

 

৮। প্রকৃতপক্ষে যা না তা প্রকাশ বা প্রমান করাকে কী বলে?
(ক) সততা
(খ) অবাস্তব
(গ) শঠতা
(ঘ) মিথ্যা

 

৯। কোনটি সকল পাপের মূল?
(ক) নামাজ ত্যাগ করা
(খ) মিথ্যা বলা
(গ) খুন করা
(ঘ) মাপে কম দেওয়া

 

১০। ‘হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ও সঠিক কথা বলো’ কোন সূরার আয়াত?
(ক) আল বাকারা
(খ) আল আহজাব
(গ) আন নাস
(ঘ) আল ফালাক

 

১১। সত্য কীসের পথ দেখায়?
(ক) জ্ঞানের
(খ) যশের
(গ) সমৃদ্ধির
(ঘ) পুণ্যের

 

১২। শালীনতা মানে কী?
(ক) ক্রুদ্ধ হওয়া
(খ) মার্জিত হওয়া
(গ) জাগ্রত হওয়া
(ঘ) দয়া করা

 

১৩। ইসলামি শিক্ষার উদ্দেশ্য হলো-
i .মানুষকে মার্জিত হিসেবে গড়ে তোলা
ii . মানুষকে পুত পবিত্র হিসেবে গড়ে তোলা
iii . মানুষকে উচ্চশিক্ষিত হিসেবে গড়ে তোলা
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

 

১৪। গচ্ছিত রাখার আরবি প্রতিশব্দ কী?
(ক) আমানত
(খ) খিয়ানত
(গ) আদল
(ঘ) আহাদ

 

১৫ । যিনি আমানত রক্ষা করেন তাকে কী বলা হয়?
(ক) সাদিক
(খ) খায়িন
(গ) আমিন
(ঘ) কাযিব

 

১৬। আমানতে বিপরীত শব্দ কোনটি?
(ক) খিয়ানত
(খ) সিদক
(গ) রিয়া
(ঘ) গিবত

 

১৭।খিয়ানত অর্থ কী?
(ক) গিবত করা
(খ) আত্মসাৎ করা
(গ) লোভ করা
(ঘ) মিথ্যা বলা

 

১৮। আমানতকৃত দ্রব্য বা বিষয় যথাযথ ভাবে প্রকৃত মালিক নিকট
ফিরিয়ে না দিয়ে আন্মসাৎ করাকে কী বলে?
(ক) কাযিব
(খ) খিয়ানত
(গ) রিবা
(ঘ) তাহারাত

 

১৯। যিনি খিয়ানত করে তাকে কী বলা হয়?
(ক) খায়িন
(খ) কাযিব
(গ) আমিন
(ঘ) সিদ্দিক


২০। আরিফা তার বিদ্যালয়ের আসবাবপত্র রক্ষা করে। তার কাজে
কোনটি প্রতিফলিত হয়েছে?
(ক) আমানত রক্ষা
(খ) ওয়াদা পালন
(গ) সত্যবাদিতা
(ঘ) সমাজসেবা

 

১. গ, ২. ঘ, ৩. ঘ, ৪. খ, ৫. গ, ৬. গ, ৭. ক, ৮. ঘ, ৯. খ, ১০. খ, ১১. ঘ, ১২. খ, ১৩. ক, ১৪. ক, ১৫. গ, ১৬. ক, ১৭. খ, ১৮. খ, ১৯. ক, ২০. ক।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্নত্তর - MCQ Class 9-10

বিজ্ঞাপন নীতিমালা ও মূল্য তালিকা

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color