Narrow selection

অষ্টম শ্রেণির ইসলাম শিক্ষা বহুনির্বাচনি প্রশ্নোত্তর - Islam Shikkha MCQ class 8


14:23:26 06/05/2024

অষ্টম শ্রেণির ইসলাম শিক্ষা বহুনির্বাচনি প্রশ্নোত্তর

 

সকল প্রশ্নের উত্তর নিচের সারিতে ক্রমান্বয়ে উল্লেখ করা হয়েছে।

বহুনির্বাচনি প্রশ্ন:
১। ধৈর্য ধারনের মূর্তপ্রতিক কে?
(ক) হযরত ঈসা (আ.) (খ) হযরত মুসা (আ.)
(গ) হযরত ইবরাহিম (আ) (ঘ) হযরত সুলাইমান (আ)

 

২। সহিহ শুদ্ধভাবে কুরআন পাঠের রীতিকে কি বলে?
(ক) তাজবিদ (খ) ইদগাম
(গ) ইযহার (ঘ) ইখফা

 

৩। ইদগাম শব্দের অর্থ কী?
(ক) গোপন করে পড়া (খ) স্পস্ট করে পড়া
(গ) জোড়ে পড়া (ঘ) মিলিয়ে পড়া

 

৪। সংরক্ষিত ফলক বলা হয় কোনটিকে?
(ক) বায়তুল ইয্যাহ (খ) লাওহে মাহফুজ
(গ) বায়তুল মামুর (ঘ) বাইতুল্লাহ শরিফ

 

৫। নুন সাকিন বা তানবিনের উচ্চারণ কীরুপ?
(ক) ভিন্ন রকম (খ) একই রকম
(গ) সামান্ন মিল রয়েছে (ঘ) একেবারেই ভিন্ন

 

৬। কুরাইশদের সম্মান বেড়েছিল কেন?
(ক) কাবা ঘর রক্ষণাবেক্ষনের জন্য (খ) সাহিত্যের জন্য
(গ) ব্যবসায়িক উন্নতির জন্য (ঘ) সংস্কৃতির জন্য

 

৭। ধীরে ধীরে স্পস্ট করে কুরআন পাঠ করা কোন সূরার নির্দেশ?
(ক) সূরা বাকারা (খ) সূরা নিসা
(গ) সূরা মারইয়াম (ঘ) সূরা মুযযাম্মিল

 

৮। সূরা কদরের আয়াত সংক্ষা কতটি?
(ক) তিন (খ) ছয়
(গ) পাঁচ (ঘ) সাত

 

৯। গোপন করা তাজবিদের কোন নিয়মের শব্দের অর্থ?
(ক) ইজহার (খ) ইখফা
(গ) ইদগাম (ঘ) কলব

 

১০। কুরসি শব্দের অর্থ কী?
(ক) বসানো (খ) মিলানো
(গ) থামানো (ঘ) ঝুলানো

 

১১। সূরা ফিল কুরআন মাজিদের কততম সূরা?
(ক) ৯৯ (খ) ১০৫
(গ) ১০৬ (ঘ) ১০৯

১২। আল্লাহর সাহায্য ছাড়া সফলতা লাভ করা যায়না। এটা কোন সূরার শিক্ষা?
(ক) ঝিলঝাল (খ) ফিল
(গ) কুরাইশ (ঘ) নার্স

 

১৩। সূরা কুরাইশের আয়াত সংক্ষা কত?
(ক) ৩ (খ) ৪
(গ) ৫ (ঘ) ৮

 

১৪। কুরআন শব্দের অর্থ কী?
(ক) পাঠ করা (খ) পঠিত
(গ) পার্থকারী (ঘ) উপদেশ

 

১৫। আবরাহা কোন প্রদেশের শাসনকর্তা?
(ক) মক্কা (খ) মদিনা
(গ) ইয়ামান (ঘ) মিসর

 

১৬। ইসলামী শরীয়াতের প্রধান উৎস কয়টি?
(ক) ২ (খ) ৩
(গ) ৪ (ঘ) ৫

 

১৭। আল হুদা শব্দের অর্থ কী?
(ক) পার্থক্যকারী (খ) পালন কর্তা
(গ) ইবাদতকারী (ঘ) পথপ্রদর্শক

 

১৮। এক হাজর মাসসমান-
(ক) ৮২ বছর ৪ মাস (খ) ৮৩ বছর ৪ মাস
(গ) ৮৬ বছর ৬ মাস (ঘ) ৮২ বছর ৬ মাস

 

১৯। পবিত্র কুরআন মাজিদে সিজদার আয়াত রয়েছে-
(ক) ১৩টি (খ) ১৫টি
(গ) ১৪টি (ঘ) ১২টি

 

২০। পৃথিবীর সবচেয়ে পঠিত গ্রন্থ কোনটি?
(ক) আল কুরআন (খ) বুখারী
(গ) মুসলিম (ঘ) আবু দাউদ

 

১. গ, ২. ক, ৩. ঘ, ৪. খ, ৫. খ, ৬. ক, ৭. ঘ, ৮. গ, ৯. খ, ১০. খ, ১১. খ, ১২. ঘ, ১৩. খ, ১৪. খ, ১৫. গ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. খ, ১৯. গ, ২০. ক।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্নত্তর - MCQ Class 9-10

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color