নারীর অধিকারে ইসলামের অবদান - Islam's contribution to women's rights
03:07:07 12/04/2023
নারীর অধিকারে ইসলামের অবদান
আপনি ইহুদী ধর্ম, খ্রীষ্টান ধর্ম পর্যালোচনা করুন, পর্যালোচনা করুন বিভিন্ন প্রাচীন ধর্ম, প্রতিটি ধর্মে নারীকে একটি অপরাধ হিসেবে গণনা করা হত। ইহুদীদের গুরুত্বপূর্ণ কিতাব 'তালমুদে' বলা হয়েছে (উল্লেখ্য, ইহুদীদের তিনটি গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে। যথাঃ পুরাতন সমাচার Old Testament তালমুদ এবং প্রটোকলস ।
তারা মনে করে তাওরাত আল্লাহ পাক সরাসরি হযরত মুসাকে দান করেছেন। এর বাইরেও আরো কিছু জ্ঞান তাকে দান করেছেন তাহার নাম হল তালমুদ।) যে, আল্লাহ রাব্বুল আলামীন নারী জাতিকে মানব জাতির অপরাধের ফল হিসেবে সৃষ্টি করেছেন। অর্থাৎ নারীজাতি হল সকল অপরাধ ও সকল পাপের কেন্দ্র বিন্দু। এখনো ভারতের বিভিন্ন অঞ্চলে প্রচলিত আছে, কোন মহিলার স্বামী যদি মারা যায়, বিধবা
স্ত্রীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেয়া হবে ।
এটা হিন্দুদের প্রাচীন শাস্ত্রে আছে। যদিও তা বর্তমানে হ্রাস পেয়েছে। তাহলে আমরা দেখতে পাই ইসলামের অবদান হল, নারীজাতি যাদেরকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হত, যাদেরকে শয়তানের ফাঁদ হিসেবে চিহ্নিত করা হত, যাদেরকে বাঁচার অধিকার দেয়া হতনা, স্বামী কেন মারা গেল এই অপরাধে চিতায় জীবন্ত পুড়িয়ে মারা হত স্ত্রীকে (সহমরন), এমন সময় ইসলাম এসে নারী জাতিকে মর্যাদার আসনে সমাসীন করেছে ।
ইসলাম নারীদের সম্মান বৃদ্ধি করেছে এবং নারীদের অধিকার ফিরিয়ে দিয়েছে। এমনকি একজন সন্তানের নিকট তার মা বাবার চেয়ে তিনগুণ সম্মানের অধিকারী। সুতরাং এতে স্পষ্ট বোঝা যায় ইসলাম নারীদের অধিকার এবং সম্মানের আসনে বসিয়েছে। যারা ইসলাম নিয়ে কটুক্তি করে তাদের সঠিক ধারণা নেই ইসলাম সম্পর্কে। আল্লাহ আমাদের সঠিকভাবে নারীদের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুন এবং ইসলামিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন।