Narrow selection

বাংলাদেশে ইসলামী আন্দোলন - Islamic movement in Bangladesh


05:58:52 12/04/2023

বাংলাদেশে ইসলামী আন্দোলন : সমস্যা ও সম্ভাবনা

إِنَّ الحَمدَ لِلَّهِ وَالصَّلوةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ أَمَّا بَعْدًا فَقَدْ

قَالَ اللهُ تَعَالَى: أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ

وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا إِسْلَامَ إِلَّا بِالْجَمَاعَةِ وَلَا جَمَاعَةَ إِلَّا بِالإِمَارَةِ وَلَا إِمَارَةَ إِلَّا بِالسِّيَاسَةِ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ

الصَّلوةُ وَالسَّلَامُ

অদ্যকার সেমিনারের জনাব সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও ইসলামী আন্দোলনের যোগ্য উত্তরসূরী বন্ধুগণ!

আমার আজকের আলোচ্য বিষয় হল, বাংলাদেশে ইসলামী আন্দোলন : সমস্যা ও সম্ভাবনা প্রসঙ্গে। এই নির্ধারিত আলোচ্য বিষয়ের উপর আমি আপনাদের সামনে কিঞ্চিৎ আলোচনা করব ইনশাআল্লাহ।

৬০০ হিজরী সনে ইখতিয়ারুদ্দীন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি (র.) এ জাতির পথকে কন্টকমুক্ত করতে মাত্র ১৭ জন জানবাজ অশ্বারোহী নিয়ে বঙ্গ বিজয়ের মধ্য দিয়ে এদেেেশ ইসলামী আন্দোলনের ভিত্তি স্থাপন করেন।

প্রিয় বন্ধুরা আমার!

১৮১৮ সালে হাজী শরীয়তুল্লাহ (র.) বিদআত ও কুসংস্কার দূর করে এ দেশের মুসলমানদের জীবনে ফরয বিধানাবলি বাস্তবায়নের লক্ষ্যে গঠন করেন ফরায়েজী জামাত। ১৮৪১ সালে জালিম হিন্দু জমিদারদের বিরুদ্ধে দুটি যুদ্ধাভিযান পরিচালনা করেন তিনি। ১৮৮০ সালে মীর নেছার আলী ওরফে তিতুমীর (র.) মুসলমানদের উপর ইংরেজ তলপীবাহক হিন্দু জমিদার নীলকর সাহেবদের সীমাহীন উৎপীড়নে ক্ষিপ্ত হয়ে এক বিশাল লাঠিয়াল বাহিনী ও একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন এবং চব্বিশ পরগনা, নাদিয়া ও ফরীদপুর জেলার বেশ কিছু হিন্দু জমিদারকে পরাস্ত করে অধিকৃত অঞ্চলসমূহে একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র গঠন করেন।

১৯৫৮ সালে জেনারেল আইউব খান কর্তৃক জারীকৃত মনগড়া শরীয়তবিরোধী মুসলিম পারিবারিক আইনের বিরুদ্ধে দূর্বার গণআন্দালন গড়ে তোলেন মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরীদপুরী (র.)। এছাড়াও নির্যাতিত মুসলিম উম্মাহর ডাকে সাড়া দিয়ে সুদূর ইয়ামান থেকে ছুটে আসেন হযরত শাহ জালাল ইয়ামানী (র.) এবং শুরু করেন বিদআত ও কুসংস্কারের বিরুদ্ধে গণআন্দোলন। ১৮৮১ সালে হাফেজ্জী হুযুর (র.) দ্বীন সমুন্নত করতে ইসলামী আন্দোলনকে গণতান্ত্রিক রূপ দিয়ে পার্লামেন্ট নির্বাচনে অংশ গ্রহণ করে সফলতার দ্বারপ্রান্তে উপনীত হন।

সর্বোপরি ১৯৯৩ সালে এদেশের আপামর জনতার প্রাণপ্রিয় রাহবার হযরত শাইখুল হাদীস (দা.বা.) বাবরী মসজিদ ট্রাজেডিতে অযোধ্যায় বাবরী মসজিদ অভিমুখে লাখো জনতার লংমার্চের মাধ্যমে যে দূর্বার গণআন্দোলন গড়ে তোলেন তা পৃথিবীর ইতিহাসে অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। আপনারা জানেন ২০০১ সালে হাইকোর্ট কর্তৃক ফতোয়াবিরোধী রায়ের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ ও গণআন্দোলন শুরু হয়ে যায়। বি.বাড়িয়ায় ৯ শহীদের তপ্ত খুন, মালিবাগে ৪ শহীদের তাজা খুন এবং ২০০১ সালের পার্লামেন্ট নির্বাচনে প্রতিষ্ঠিত সরকারকে আলেম উলামাদের উপর নির্যাতনের কারণে উৎখাত করা ইসলামী আন্দোলনের এক অন্যতম অধ্যায়।

বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী মোর্চাসহ ছোট বড় ৪০ টিরও অধিক ইসলামী রাজনৈতিক দল রাজপথে ইসলামী আন্দোলন চালিয়ে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের উলামায়ে কেরাম ধর্মনিরপেক্ষতাবাদ, কাদিয়ানী, এন.জি.ও সাম্রাজ্যবাদী শক্তি নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে দূর্বার গণআন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সংগ্রামী সাথী ও বন্ধুগণ!

আপন পরিমণ্ডলে ইসলাম এদেশের বুকে প্রতিষ্ঠিত; কিন্তু বিজয়ী বেশে তার অবস্থান দৃঢ় করতে পারেনি এখনও। ইসলামের জন্য উর্বর ভূমি হলেও ইসলাম নামক বৃক্ষটি স্বাধীনভাবে তার শাখা-প্রশাখা বিস্তার করতে পারছে না। রয়ে গেছে কিছু সমস্যা। সমস্যাগুলো দু'ভাগে বিভক্ত করা যেতে পারে। এক ধরনের সমস্যা গুলো বাহ্যিক আরেকটি হল অভ্যন্তরীণ ভিতরগত প্রথম প্রকার হলো-

(১) ব্যাপক অর্থনৈতিক সংকট (২) উলামায়ে কেরাম ও জনসাধারণের ঐক্যের অভাব (৩) অভ্যন্তরীণ কোন্দল (৪) কায়েমী স্বার্থবাদী শক্তি কর্তৃক বিরোধীতার সম্মুখীন হওয়া (৪) ক্ষমতার লোভ। (৫) যোগ্য নেতৃত্বের অভাব (৬) গাদ্দারী। (৭) মানসিক হীনমন্যতা (৮) লিল্লাহিয়্যাতের অভাব (৯) গণজোয়ার ধরে না রাখা (১০) বিজ্ঞান ও আধুনিক জ্ঞান থেকে বিমুখতা (১১) উলামা ও বুদ্ধিজীবিদের সমন্বয়ের অভাব ইত্যাদি সমস্যাগুলো দূর করতে পারলে সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হবে ইনশাআল্লাহ। তাই আসুন আমাদের অভ্যন্তরীণ সকল মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে ইসলামের প্রশ্নে সীসাঢালা প্রাচীরের ন্যায় ঐক্য গড়ে তুলি। পরিশেষে কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই-

পলায়ন সে তো ঘৃণ্য ভীরুতা অগ্রসরই মান

পালাবি কোথায়, মৃত্যু থেকে নেইকো পরিত্রাণ।

نَصْرٌ مِّنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ .

 

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color