জেহাদ থেকে পালানোর শাস্তি সম্পর্কে হাদিস
03:26:09 06/15/2024
জেহাদ থেকে পালানোর শাস্তি সম্পর্কে হাদিস
হজরত উম্মে সালমা (রঃ) হতে বর্ণিত আছে যে, তিনি সালমা ইবনে হিসাম ইবনে মুগিরার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার সালমাকে রাসূলুল্লাহ (সঃ)-এর সহিত এবং মুসলমানদের সহিত নামাজ আদায় করতে দেখিনা কেন? স্ত্রী বললেন, তার তোর ঘর থেকে বের হওয়ার উপায় নাই।
তিনি ঘর থেকে বের হলে লোকেরা বলে যে ভাগো, ভাগো। তুমিতো সেইসব লোকের অন্তভুক্ত যারা যুদ্ধক্ষেত্র হতে পালিয়ে গিয়েছিল। এই কারণে ঘরে বসে থাকেন। উল্লেখ্য সালমা মুতার যুদ্ধে হযরত খালেদ ইবনে ওলীদের সহযোগী ছিলেন।
হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, আমার চাচাতো ভাইয়ের সাথে আমার কথা কাটাকাটি হলো। সে বলল, তুমি কি মুতার যুদ্ধে যুদ্ধ থেকে পালিয়ে যায় নাই? আমি ভেবে পেলাম না যে, তাকে এই প্রশ্নের কি দিব।