সাওর গুহা থেকে মদীনায় গমন
সাওর গুহা থেকে মদীনায় গমন
সাওর গুহায় আত্মগোপনের তৃতীয় দিন ৪ঠা রবীউল আওয়াল প্রথম হিজরী সন সোমবার দিন সিদ্দিকে আকবরের আযাদকৃত গোলাম আমের ইবনে ফুহাইরা ঐ দুই উটনী নিয়ে আসল, যেগুলো এই সফরের জন্য হযরত সিদ্দিকে আকবর প্রস্তুত করে রেখেছিলেন। তার সাথে আব্দুল্লাহ ইবনে উরাইকিতও ছিল। তাকে রাস্তা দেখানোর জন্য বিনিময় দিয়ে আনা হয়েছিল। নবী কারীম সা. এক উটনীর উপর আরোহণ করলেন। সিদ্দিকে আকবর অন্য উটনীর উপর। হযরত সিদ্দিকে আকবর নিজের সাথে খেদমতের জন্য আমের ইবনে ফুহাইরাকে নিলেন। আব্দুল্লাহ ইবনে উরাইকিত রাস্তা দেখানোর জন্য সামনে সামনে চলতে লাগল।
সাস্থসম্মত উপায়ে তৈরি ১০০%-খাঁটি-ঘি
সুরাকা ইবনে মালিকের রাস্তায় পৌঁছা এবং তার অশ্ব জমিনে ধ্বসে যাওয়া
সামনে অগ্রসর হলে কুরাইশদের দূতদের মধ্য থেকে সুরাকা ইবনে মালিক যে মহানবী সা. এর তালাশে হণ্যে হয়ে ঘোরাফেরা করতেছিল। সেখানে পৌছে গেল । যখন সে মহানবী সা. এর নিকট পৌঁছল তখন তার অশ্ব হোঁচট খেল এবং সে পড়ে গেল। কিন্তু সে পুনরায় সওয়ার হয়ে মহানবী সা. এর পেছনে চলতে লাগল। এমনকি মহানবী সা. এর কুরআনে কারীম তিলাওয়াতের শব্দ শুনতে পেল। সে সময় সিদ্দিকে আকবর বার বার ঘুরে তাকে দেখতেছিলেন। কিন্তু মহানবী সা. তার দিকে মোটেও ভ্রুক্ষেপ করছিলেন না।
যখন বেশি নিকটে পৌঁছল তখন তার ঘোড়ার চার পা জমিন শক্ত ও শুষ্ক হওয়া সত্ত্বেও তাতে হাঁটু পর্যন্ত গেড়ে গেল। সুরাকা দ্বিতীয় বার পড়ে গেল। এখন ঘোড়া বের করতে যতই চেষ্টা করতে লাগল কিন্তু ঘোড়া বের হল না। বাধ্য হয়ে রাসূলুল্লাহ সা. এর কাছে আশ্রয় চাইল। তখন মহানবী সা. থেমে গেলেন এবং মহানবী সা. এর বরকতে ঘোড়া মাটি থেকে উঠে আসল ।
যখন অশ্বের পা জমিন থেকে বের হল তখন পায়ের স্থান থেকে এক ধরনের ধোঁয়া উঠতে দেখা গেল। তা দেখে সুরাকা আরো বেশী ঘাবড়ে গেল এবং অত্যন্ত বিনয়ের সাথে রাসূলুল্লাহ সা. এর সামনে পাথেয় এবং উপস্থিত আসবাব- পত্র, উট ইত্যাদি পেশ করল। মহানবী সা. সেগুলো কবুল করলেন না। বললেন, যতক্ষণ তুমি ইসলাম কবুল না করবে ততক্ষণ আমিও তোমার উট ইত্যাদি কবুল করব না। ব্যাস, এতটুকুই যথেষ্ট যে, তুমি আমাদের অবস্থান কারো নিকট বর্ণনা করবে না। সুরাকা সেদিক হতে প্রত্যাবর্তন করল । যতক্ষণ মহানবী সা. এর বিপদ হতে পারে মনে হল ততক্ষণ পর্যন্ত কারো কাছে ঘটনা বর্ণনা করেনি। -হালবিয়া ১/৪৩৬
সুরাকার মুখে মহানবী সা. এর নবুওয়াতের স্বীকারোক্তি
কিছু দিন পর সুরাকা আবু জেহেলের নিকট এই ঘটনা উল্লেখ করার পর কিছু পঙক্তি আবৃত্তি করেছিল
পঙক্তিগুলো নিম্নরূপ
ابا حكم واللات لو كنت شاهدا * لا مرجواد اذ تسوخ قوائمه عجبت ولم تشكك بان محمدا " نبي وبرهان من ذا يقاومه
عليك بكف الناس عنه فانني ارى امره يوما ستبدو معالمه
بامر يود الناس باسرهم لو بان جميع الناس طرا يسالمه
তার ভাবানুবাদ নিম্নে প্রদত্ব হলঃ-
হে আবু হাকাম (আবু জেহেল), লাতের শপথ (লাত একটি মূর্তির নাম, কুরাইশরা তার পূজা করত) যদি তুমি ঐ অশ্বকে জমিনে ধসে যাওয়া স্বচক্ষে দেখতে তাহলে তোমার এতে কোন সন্দেহ থাকত না যে, মুহাম্মদ সা. আল্লাহর রাসূল। আমার মতে তোমার জন্য জরুরী, তাঁর বিরোধিতা করা থেকে নিজেও বিরত থাক এবং লোকদেরকে নিষেধ কর। কেননা, আমার বিশ্বাস, কিছু দিনের মধ্যে তার সফলতার নিদর্শন এমনভাবে চমকাবে যে, সকল মানুষ আকাঙখা করবে যে, হায় যদি আমরা তাঁর সাথে সন্ধি করতাম - সীরাতে মুগলতাঈ পৃ ৩৫