খাতনা করা জরুরি কেন? - Khatna Kora Joruri Keno?
07:10:51 06/15/2024
সুপারির উপরে টুপির মত চামড়া কর্তন করা কে মুসলমানি বা খাতনা বলে। খতিনা করা সকল মানুষের জন্য খুবই উপকারী ও প্রয়োজনীয়। খাতনার কারণে অনেক রোগ-ব্যধি থেকে মুক্ত থাকা যায়। যৌনাঙ্গ সংক্রান্ত কঠিন রোগ, ইহুদী-খ্রিস্টানদের তুলনায় মুসলমানদের মাঝে কম পাওয়ার এটিও একটি কারণ।
এজন্য বর্তমানে তারাও খাতনা করাকে আবশ্যক মনে করে। খাতনা করার দাঁড়া যতগুলো উপকারিতা রয়েছে তার মধ্যে একটি হলো, দুর্গন্ধযুক্ত আর্দ্রতা, যা চামড়ার নিচে জমা হতো সেটি আর জমা না হওয়াতে দুর্গন্ধ ও ক্ষত সৃষ্টির সম্ভাবনা থাকে না।
আর পুরুষাঙ্গর শিরা ও ধমনী দিয়ে আবৃত যার দ্বারা যৌনাঙ্গে অনুভূতি শক্তি অনেক প্রখর হয়ে থাকে। সুতরাং ইসলামের প্রতিটি নিয়মের মধ্যে রয়েছে মানবতার মুক্তি ও কল্যাণ। আসুন আমরা সুন্নাতের মর্যাদা বুঝে সুন্নাতের গুরুত্ব বুঝে প্রতিটি সুন্নাত আমল করি।