Narrow selection

কুফরী কি? কুফর শব্দের আভিধানিক অর্থ কি? - Kufor kake Bole?


04:22:29 06/16/2024

কুফর-كفر

كفر কুফর শব্দের আভিধানিক অর্থ হচ্ছে অস্বীকার করা। ইসলামি পরিভাষায় কুফর বলা হয়, যে সকল বিষয়ের উপর ঈমান আনা জরুরী ঐ সকল বিষয়গুলো হতে কোন একটাকে অস্বীকার করা।

যেমন- কোন ব্যক্তি ঈমানদার বলে দাবী করতে হলে ঈমানে মুফাচ্ছালে বর্ণিত সাতটি মৌলিক বিষয়কে অবশ্যই তাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে।

 

এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন

 

ঈমানে মুফাচ্ছালে বর্ণিত মৌলিক বিষয়গুলো হচ্ছে

১) আল্লাহ্ পাকের জাত ও ছিফাত

২) সমস্ত ফেরেস্তা

৩) আসমানি সকল কিতাব

৪) সকল নবী ও রাসূল

৫) আখেরাত বা পরকাল

৬) তাক্বদীর

৭) মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া।

 

উল্লেখিত সাতটি বিষয় অন্তর দ্বারা বিশ্বাস করার নাম হলো ঈমান। এর যে কোন একটি অস্বীকার করাকে কুফর বলা হয়।

শরীয়তের যে কোন বিধানকে না মানা অথবা আমল না করাকে ফাসেক বলে। তবে শরীয়তের কোন দলিল যেমন- কুরআন পাকের কোন আয়াত অথবা রাসূল (সা.) এর বিশাল হাদিস ভান্ডার হতে কোন হাদিস বা সুন্নাহকে অস্বীকার করাও কুফরীর অন্তর্ভূক্ত।

শরীয়তের কোন ফরজ ইবাদত যেমন নামাজ, রোজা, হজ্ব, যাকাত, নারী জাতির পর্দা, সত্যবাদিতা, আমানত ও দিয়ানত ইত্যাদি ইবাদতসমূহ হতে কোন একটিকে অস্বীকার করা এবং হালালকে হারাম এবং হারামকে হালাল বলে বিশ্বাস করা কুফরী বলে বিবেচিত।

 

আল্লাহ্ পাকের সত্তা ও ছিফাতের সহিত তুচ্ছ-তাচ্ছিল্য এবং রাসূলুল্লাহ্ (সা.) এর প্রতি অথবা তাহার কোন আদর্শ বা সুন্নাতের প্রতি কটাক্য বা তুচ্ছ-তাচ্ছিল্য অথবা গালি-গালাজ কিংবা খারাপ মন্তব্যকারী অবশ্যই কাফের বলে গণ্য হবে।

 

নবী রাসুলগণ কিভাবে অর্থ উপার্জন করতেন?

সাহাবাগণ কিভাবে অর্থ উপার্জন করতেন

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color