কুলক্ষণ ও সুলক্ষণ সম্বন্ধে আকীদা
03:52:36 06/15/2024
কুলক্ষণ ও সুলক্ষণ সম্বন্ধে আকীদা
ইসলামী আকীদা মতে কোন বস্তু বা অবস্থা থেকে কুলক্ষণ গ্রহণ করা বা কোন সময়, দিন ও মাসকে খারাপ মনে করা বৈধ নয়।
তবে কেউ কোন বিষয়ে চিন্তা –ভাবনা বা দুশ্চিায় রয়েছে – এরুপ মুহুর্তে ঘটনাক্রমে বা কিছুটা ইচ্ছাকুতভাবে খুশী বা সাফল্যসূচক কোন শব্দ শ্রুতিগোচর হলে কিংবা এরুপ কিছু দৃষ্টিগোচর হলে সেটাকে সুলক্ষণ হিসেবে গ্রহণ করা যায়।
এটা মূলতঃ কোন শব্দ বা বস্তুর প্রভাবকে বিশ্বাস করা নয়। এটা প্রকৃত পক্ষে আল্লাহর রহমতের আশাকে শক্তিশালী করা।