কিছু কুসংস্কার ও শিরক গোনাহ্
14:15:19 06/13/2024
কিছু কুসংস্কার ও শিরক গোনাহ
কোন বুযুর্গ বা পীর সম্বন্ধে এই আকিদা রাখা যে,তিনি সব সময় আমাদের অবস্থা জানেন । তিনি সর্বত্র হাযির নাযির।
কোন পীর বুযুর্গকে দূর দেশ থেকে ডাকা এবং মনে করা যে,তিনি জানতে পেরেছেন।
- কোন পীর বুযুর্গের কবরের নিকট সন্তান বা অন্য কোন উদ্দেশ্য চাওয়া।
- পীর বা কবরকে সিজদা করা।
- কোন বুযুর্গের নাম অযীফার মত জপ করা।
- কোন পীর বুযুর্গের নামে শিন্নি, ছদকা বা মান্নত মানা।
- কোন পীর বুযুর্গের নামে জানোয়ার জবেহ করা।
- আল্লাহ ছাড়া কারও দোহাই দেয়া।
- কারও নামের কছম খাওয়া বা কিরা করা।
- আলীবখশ ,হোছাইন বখশ ইত্যাদি নাম রাখা।
- নক্ষত্রের তাছীর (প্রভাব) মানা বা তিথি পালন করা,
- জ্যোতির্বিদ ,গণক,ঠাকুর বা যার ঘাড়ে জিন এসেছে তার নিকট হাত দেখিয়ে অদৃষ্ট সম্পর্কে জিজ্ঞাসা করা। তাদের ভবিষ্যদ্বাণী ও গায়েবী খবর বিশ্বাস করা।
- কোন জিনিস দেখে কু-যাত্রা মনে করে থাকে ।
- কোন দিন বা মাসকে অশুভ মনে করা।
- মহররমের তাজিয়া বানানো।
- এরকম বল যে, উপরে খোদা রাসূলের মর্জি থাকলে এই কাজ হবে বা খোদা রাসুল যদি চায় তাহলে এই কাজ হবে।
- এরকম বলা যে,উপরে খোদা নীচে আপনি (বা অমুক)
- কাউকে পরম পূজনীয় লেখা।
- কষ্ট না করলে কেষ্ট (শ্রীকৃনো) পাওয়া যায় না বলা বা জয়কালী নেগাহবান ইত্যাদি বলা।
- কোন পীর বুযুর্গ,দেও পরী,বা ভূত ব্রাক্ষণকে লাভ লোকসানের মালিক মনে করা। কোনপীর বুযুর্গের দরগাহ বা কবরের চতুর্দিক দিয়ে তওয়াফ করা।
কোন পীর বযুর্গের খানকা বা বাড়ীকে কা‘বা শরীফের ন্যায় আদব-তাযীমকরা।
এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন
ওয়েবসাইটের মাধ্যমে অর্থ উপার্জনের উপায়