Narrow selection

লাহোর প্রস্তাব ও আমাদের স্বাধীনতা - Lahore proposal and our independence


15:48:00 12/03/2023

লাহোর প্রস্তাব ও আমাদের স্বাধীনতা

১৯৪০ সালে লাহোরে যে ঐতিহাসিক প্রস্তাব পাশ হয়েছিল, লাহোর প্রস্তাবের ভিত্তিতে বৃটিশরা দেশ ছেড়ে চলে যায় এবং মুসলমানদের জন্য পৃথক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় পাকিস্তান। আরেকটি রাষ্ট্র কায়েম হয় 'ভারত'। পুরা উপমহাদেশ দুটি অংশে বিভক্ত হয়- একটি পাকিস্তান, আরেকটি ভারত। পাকিস্তান প্রতিষ্ঠার সময় মাওলানা শিব্বির আহমদ উসমানী, জাফর আহমদ উসমানী; দুই জন দুই অংশে পতাকা উত্তোলন করেছিলেন। ভাষা এক নয়; এক অংশের ভাষা বাংলা, অন্য অঞ্চলের ভাষা ছিল উর্দূ ।

এই অঞ্চলের মানুষ লুঙ্গী পরিধান করে । অন্য অঞ্চলের মানুষ পায়জামা-পাঞ্জাবী পরিধান করে। সে অঞ্চলের লোকেরা রুটি খায়। এই অঞ্চলের লোকেরা মাছ-ভাত খায় । কোন রকমের সাংস্কৃতিক ঐক্য নেই, একমাত্র ঐক্য ছিল তারাও মুসলমান আমরাও মুসলমান । ইসলামের ভিত্তিতে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠা হওয়ার পর সেখানের নেতারা এই অঞ্চলের লোকদের উপর জুলুম নির্যাতন করতে লাগল, জনগণকে দুই জাতি হিসেবে চিত্রায়ন করতে লাগল। ইসলামী জাতীয়তাকে বাদ দিয়ে আঞ্চলিক জাতীয়তা সৃষ্টি করার কারণে আল্লাহ পাকের গজব এই অঞ্চলে পতিত হল।

১৯৭০ এ যখন নির্বাচন হয়, নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যারা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কথা ছিল একমাত্র পূর্ব পাকিস্তানী হওয়ার কারণে তাদেরকে ক্ষমতায় যেতে দেয়া হলনা। শুরু হল জুলুমের বিরুদ্ধে আন্দোলন। শুরু হল অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন।


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color