Narrow selection

লটারি বেচাকেনা করা জায়েজ আছে কি?


12:09:03 06/15/2024

লটারি বেচাকেনা করা জায়েজ আছে কি? বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে লটারির বেচাকেনা খুব জোরেশোরে চলছে। বিশেষ করে যুবক শ্রেণীর লোকেরা এ কাজের মধ্যে নিমজ্জিত। ইসলামী শরীয়ত অনুযায়ী লটারি বেচাকেনা করা নাজায়েছ ও হারাম। এ ব্যবসা এর মাধ্যমে যে অর্থ উপার্জন করা হয় তা সওয়াবের ছাড়া গরীব মিসকিনদের কে দান করে দেওয়া জরুরি। মসজিদ, মাদ্রাসা অথবা ব্যক্তিগত কাজে লাগানো জায়েজ নেই। ফতোওয়ায়ে মাহমুদিয়া ৪/২১৯-৩৫৮

 

সাহাবাগণ কিভাবে অর্থ উপার্জন করতেন

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color