৮ম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বচনি প্রশ্ন - MCQ
14:19:51 06/10/2024
৮ম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বচনি প্রশ্ন
১। খতমে নবুয়ত অর্থ কী?
(ক) নবিগনের শেষ
(খ) নবুয়তের সমাপ্তি
(গ) সর্বশেষ নবি
(ঘ) দায়িত্বের সমাপ্তি
২। মানব জাতির মহান শিক্ষক কারা?
(ক) আল্লাহ তায়ালা
(খ) হযরত মুহাম্মদ (স:)
(গ) ফেরেশতা
(ঘ) নবি রাসূলগণ
৩। কোনটি আল্লাহ প্রদত্ত বড় একটি নিয়ামত?
(ক) ইসলাম
(খ) ইমান
(গ) শাফায়াত
(ঘ) জান্নাত
৪। আর তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করে। উক্ত আয়াতে তারা বলতে কাদের বোঝানো হয়েছে?
(ক) সাধারণ মুমিনগণ
(খ) পূর্ববর্তী মুমিনগণ
(গ) মুত্তাকি মুমিনগণ
(ঘ) পরবর্তী মুমিনগণ
৫। পৃথিবীতে রাসুলের সংখ্যা কত?
(ক) ২৫
(খ) ৩১৩
(গ) ২৪ হাজার
(ঘ) ১ লক্ষ
৬ । আলেমগণ তাদের আপনজনকে জান্নাত দেয়ার জন্য যে
সুপারিশ করবেন , তাকে কী বলে?
(ক) শাফায়াতে কুবরা
(খ) শাফায়াতে সুগরা
(গ) শাফায়াতে উযমা
(ঘ) শাফায়াতে শুহাদা
৭। কীসের শিক্ষা মুমিন ব্যক্তিকে আল্লাহ তার রাসূলের
আনুগত্য করার নির্দেশ দেয়?
(ক) তাওহিদের
(খ) রিসালাতের
(গ) কালিমার
(ঘ) নৈতিকতা
৮। জান্নাত লাভের জন্য সর্বপ্রথম কী করতে হবে?
(ক) সালাত আদায় করতে হবে
(খ) ভালো কাজ করতে হবে
(গ) ইমান আনতে হবে
(ঘ) যাবতীয় বিধি- বিধান মানতে হবে
৯। আল্লাহর পরিচয় অতি সুন্দরভাবে কোন সুরার উল্লেখ করা হয়েছে?
(ক) ইখলাস
(খ) আন নসর
(গ) কুরাইশ
(ঘ) আন- ফীল
১০। মুনাফিকরা কেন কাফিরদের চেয়ে বেশি ক্ষতি কর ? কারণ তারা
(ক) প্রকাশ্য শত্রু
(খ) চরিত্র ধ্বংস করে
(গ) গোপন শত্রু
(ঘ) মুল্যবোধ বিনষ্ট করে
১১। ইমান মানুষকে কীসের পথ দেখায়-
(ক) রিসালাতের
(খ) নেতৃত্বের
(গ) আকিরাতের
(ঘ) নীতি-নেতিকতা
১২। বারযাখের জীবনের সমাপ্তি হবে কীসের মাধ্যমে?
(ক) হাশরের
(খ) কবরের
(গ) কিয়ামতের
(ঘ) মৃত্যুর
১৩। মুহাইমিনুন শব্দের অর্থ কী?
(ক) অতিশয় দয়াবান
(খ) হিসাব গ্রহণকারী
(গ) অমুখাপেক্ষী
(ঘ) আশ্রয়দাতা
১৪। আর প্রত্যেক জাতীর জন্য পথপ্রদর্শক রয়েছে এই আয়াত
দ্বারা কীসের ঘোষনা দেওয়া হয়েছে?
(ক) তাওহিদ
(খ) আখিরাত
(গ) রিসালাত
(ঘ) আসমানি কিতাব
১৫। মুমিন হওয়ার জন্য কয়টি বিষয়ের প্রতি বিস্বাস স্থাপন করতে হবে?
(ক) ৬টি
(খ) ৭টি
(গ) ৮টি
(ঘ) ৯টি
১. খ, ২. ঘ, ৩. খ, ৪. গ, ৫. খ, ৬. খ, ৭. গ, ৮. গ, ৯. ক, ১০. গ, ১১. ঘ, ১২. গ, ১৩. ঘ, ১৪. গ, ১৫. খ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্নত্তর - MCQ Class 9-10