নবম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বচনি প্রশ্ন MCQ Class 9
14:10:19 06/10/2024
নবম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বচনি প্রশ্ন
বহুনির্বচনি প্রশ্ন:-
১। আল- কুরআন সর্বমোট কতটি পারায় বিভক্ত??
(ক) ২০
(খ) ২৫
(গ) ৩০
(ঘ) ৩২
২। আল কুরআনের আয়াত সংখ্যা কত?
(ক) ৬২৩৬
(খ) ৬২২৮০
(গ) ৬৩২০
(ঘ) ৬৬৬০
৩। মক্কি সূরার সংখ্যা কয়টি?
(ক) ৮৫
(খ) ৮৬
(গ) ৮৩
(ঘ) ৮৮
৪। মাদানি সূরার সংখ্যা কতটি?
(ক) ২৫
(খ) ২৬
(গ) ২৭
(ঘ) ২৮
৫। কুরআনকে বিশ্বকোষ বলাহয় কেন?
(ক) বিধানের জন্য
(খ) ভাষার জন্য
(গ) বৈঙ্গানিক জ্ঞানের জন্য
(ঘ) ব্যাকারণের জন্য
৬। হাবিবা তার ঘরকে সূুর্যের আলোয় উজজল রাখতে চায়। এ
ক্ষেত্রে তার করণীয় কী?
(ক) মমার্র্থ বুঝে আমল করতে হবে
(খ) নিয়মিত তিলাওয়াত করতে হবে
(গ) মসজিদে তিলাওয়াত করতে হবে
(ঘ) সালাতে তিলাাওয়াত করতে হেেব
৭। আল্লাহর কিতাব থেকে একটি হরফ পাঠ করলে কয়টি নেকি
পাওয়া যায়?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
৮। কুরআনের আয়াত বা সূরা নাজিলের কারণ বা পটভূমিকে কী বলে?
(ক) শানে ফুজুল
(খ) শানে উরূদ
(গ) শানে নুযুল
(ঘ) শানে দুরুদ
৯। আল্লাহ তায়ালা কীভাবে কুরআন তিলাওয়াতর নির্দেশ দিয়েছেন ?
(ক) ধীরে ধীরে ও সুস্পটভাবে
(খ) উচ্চ শব্দ করে
(গ) কষ্টের সাথে
(ঘ) মমতার সাথে
১০। সবশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি?
(ক) ইন্্িজল
(খ) আল কোরআন
(গ) যাবুর
(ঘ) তাওরাত
১১. কে সর্বপ্রথম কুরআন সংকলনের উদ্যেগ নেন?
(ক) হযরত আবু বকর
(খ) হযরত উমর (রা:)
(গ) হযরত উসমান (রা:)
(ঘ) হযরত যায়েদ ইবনে সাবিত (রা)
১২. কোন গ্রন্থ কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে?
(ক) আল- কুরআন
(খ) ইন্জিল
(গ) যাবুর
(ঘ) তাওরাত
১৩. আল- কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে ?
(ক) আরবি
(খ) ফার্সি
(গ) উদৃু
(ঘ) হিন্দি
১৪. আল- কোরআন শরিয়তের কততম উৎস?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ
১৫. কোন আসমানি কিতাব খন্ড খন্ড ভাবে নাজিল হয়েছে?
(ক) তাওরাত
(খ) যাবুর
(গ) ইন্জিল
(ঘ) কুরআন
১৬. লাওহে মাহফুজ অর্থ কী?
(ক) বিশেষ স্থান
(খ) সংরক্ষিত ফলক
(গ) সংরক্ষিত গুহা
(ঘ) গোপন স্থান
১৭। কুরআন মাজিদের অবতরন সম্পন্ন হয়েছে কত বছরে?
(ক) ২৩
(খ) ২৫
(গ) ৩০
(ঘ) ৪০
১৮। কাকে জামিউল কুরআন বলা হয়?
(ক) হযরত আবু বকর (রা:) কে
(খ) হযরত উমর (রা:) কে
(গ) হযরত উসমান (রা:) কে
(ঘ) হযরত আলি (রা:) কে
১৯। পবিত্র কোরআন কার বাণী?
(ক) মহান আল্লাহর
(খ) রাসূর (সা:) এর
(গ) সাহাবিদের
(ঘ) জিবরাইল (আ:) এর
২০। মানব জীবনের সব সবসমস্যার সমাধান রয়েছে?
(ক) আল কুরআনে
(খ) আধুনিক বিজ্ঞানে
(গ) দর্শন সাশেÍ্র
(ঘ) হাদিস শাস্ত্রে
১. গ, ২. ক, ৩. খ, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. ক, ৮. গ, ৯. ক, ১০. খ, ১১. ঘ, ১২. ক, ১৩. ক, ১৪. ক, ১৫. ঘ, ১৬. খ, ১৭. ক, ১৮. গ, ১৯. ক, ২০. ক,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্নত্তর - MCQ Class 9-10