আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা কি জায়েজ?
14:22:26 06/15/2024
আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা কি জায়েজ?
উত্তর এইভাবে মান্নত করা যে আল্লাহ তাআলা যদি আমার কাজ পুর্ণ করে দেন, তাহলে আমি দশ টাকা আল্লাহর নামে সদকা করে দেব জায়েজ আছে। কিন্তু যে ব্যক্তি এরকম বলবে যে যদি আমার কাজ হয়ে যায়, তাহলে অমকের নামে 10 টাকা দেব তাহলে এরকম মানত করা হারাম ও নাজায়েজ।
কেননা মান্নত একটি ইবাদত। আর আল্লাহ ছাড়া অন্য কারও এবাদত করা জায়েজ নেই। তবে যদি সে এরকম বলে যে আল্লাহ তায়ালা যদি আমার কাজ করে দেন, তাহলে আমি আল্লাহর ওয়াস্তে 10 টাকার সওয়াব পৌঁছে দেব, তাহলে কোন ক্ষতি নেই এতে আল্লাহ ব্যতীত অন্যের নামে মান্নত হল না।
আল্লাহর জন্য হল কিন্তু অন্যকে পৌঁছানো হল। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন