Narrow selection

মুরাবাহা কি? মুরাবাহা কাকে বলে? - Murabaha ki?


03:18:04 06/15/2024

মুরাবাহা কি? মুরাবাহা কাকে বলে?

এখন আমি যৎকিক্ষিৎ বিস্তারিত বর্ণনার দিকে যাচ্ছি। মুরাবাহা কি? মুরাবাহা সর্ম্পকে আপনারা সকলেই জ্ঞাত। সুতারাং এদিকে ইশারা করাই যথেষ্ট। মুরাবাহা মুআজ্জালা কোন ব্যাক্তির সুতা ক্রয় করা প্রয়োজন।  কিন্তু তার নিকট টাকা নেই। তখন সে ব্যাংকের নিকট আসে।

 

সুদি ব্যাংক তাকে সরাসরি সুদভিত্তিক টাকা প্রদান করে।  আর মুরাবাহা মুআজ্জালায় গ্রাহককে সরাসরী সুদভিত্তিক টাকা প্রদানের পরিবর্তে ব্যাংক নিজে সুতা ক্রয় করে গ্রাহকের নিকট মুনাফাসহ বাকিতে বিক্রি করে। এখানে মূল্য বাকিতে পরিশোধ করার কারণে মূল্য কিছুটা অতিরিক্ত ধার্য করা হয়।

 

এটি হল মুরাবাহা মুয়াজ্জালা।একে—-বলা হয়। এর উপর অভীযোগ করা হয়, যা উক্ত প্রবন্ধে উল্লেখ রয়েছে যে, হীলা-বাহানার জন্য মুরাবাহা এবং মুাআজ্জালা দু’টিকে এক করে দেয়া হয়েছে।  অথচ দু’টিকে এক করা মনগরা কোন বিষয় নয়। বরং মুরাবাহা এবং মুআজ্জালা মাঝে-এর নিসবত।

 

এতে দু’টি—–এবং একটি—-পাওয়া যায়।(১) হতে পারে মুআজ্জালা কিন্তু মুরাবাহা হবে না।(২) হতে পারে মুরাবাহা হবে মুআজ্জালা হবেনা। (৩) এবং এটি হতে পারে যে, বাহয়ে মুআজ্জালা হবে এবং মুরাবাহাও হবে। সুতরাং এটি কোন মনগড়া বা বানোয়াটি নয়।

 

এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন

ওয়েবসাইটের মাধ্যমে অর্থ উপার্জনের উপায়

সাহাবাগণ কিভাবে অর্থ উপার্জন করতেন

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color