Narrow selection

নামাজের ফরজ কয়টি? - Namajer Foroj koyti


04:24:53 06/15/2024

নামাজের বাহিরে এবং ভিতরে ফরজ সমুহ:

নামাজ ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদত। কেননা, আল্লাহ তা’আলা কুরআনুল কারীমে নামাজ সম্পর্কে ৮৩ বার উল্লেখ করেছেন। এবং রাসূল (স.) বলেন, নামাজ বেহেশতের চাবি। সুতরাং একজন মুসলমান বেহেশতে যেতে চাইলে অবশ্যই তাকে নামাজ আদায় করতে হবে।

 

রাসূল (স.) আরও বলেন, ইসলাম পাঁচটি খুটির উপর প্রতিষ্ঠিত। কালেমা, নামাজ, রোজা, হজ্ব, যাকাত। সুতরাং নামাজ হলো ইসলামের দ্বিতীয় রোকন। অতএব নামাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ মাসআলা মাসায়েল জানা আমাদের আবশ্যক। নামাজের ফরজ সমূহ নিচে উল্লেখ করা হলো।

 

নামাজের বাহিরে এবং ভিতরে ফরজ সমূহ

নামাজের বাহিরে ৭ ফরজ

১। শরীর পবিত্র হওয়া।

২। কাপড় পবিত্র হওয়া।

৩। নামাজের জায়গা পবিত্র হওয়া।

৪। সতর ঢেকে রাখা।

৫। কেবলামুখী হওয়া।

৬। ওয়াক্তমত নামাজ পড়া।

৭। নামাজের নিয়ত করা।

 

নামাজের ভিতরে ৬ ফরজ

১। তাকবীরে তাহরীমা বলা।

২। দাড়িয়ে নামাজ পড়া। (সুস্ত থাকলে)

৩। কেরাত পড়া।

৪। রুকু করা।

৫। দুই সেজদা করা।

৬। শেষ বৈঠক করা।

 

নামাজের কোন একটি ফরজ ছুটে গেলে, নামাজ নষ্ট হয়ে যায়। এমনকি সহ সেজদা দিলেও নামাজ হয় না। নামাজ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ মাসআলা-মাসায়েল জানতে ”নামাজের মাসআলা” ক্যাটাগরি ক্লিক করে নামাজ সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আরো মাসআলা-মাসায়েল জেনে নিন।

 

ওয়েবসাইটের মাধ্যমে অর্থ উপার্জনের উপায়

এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন

সাহাবাগণ কিভাবে অর্থ উপার্জন করতেন

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color