নামাজের গুরুত্ব ও ফজিলত
12:36:30 06/15/2024
নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে
আল্লাহ তা’আলা বলেন, তোমরা নামায সমূহের প্রতি যত্নবান হও। বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। এবং তোমরা আল্লাহর জন্য নামাজের মধ্যে বিনয়ী হয়ে দাঁড়াও (সূরা বাকারা ২৩০)
রাসূলুল্লাহ (স.) এরশাদ করেন তোমাদের কি ধারনা যদি তোমাদের কারো ঘরের দরজায় নদী থাকে আর সে তাতে প্রতিদিন পাঁচবার গোসল করে তার শরীরে কি ময়লা কিছু বাকি থাকবে?
সাহাবা একরাম বললেন, তার শরীরে কোন ময়লা বাকি থাকবেনা হুযুর (স.) বলেন, এটাই পাঁচ ওয়াক্ত নামাজের উপমা।
আল্লাহ তা’আলা নামাজের দ্বারা গুনাহ মাফ করে দেন। (বুখারী মুসলিম )
নামাজ সবচেয়ে মহান এবাদত। কারণ নামাজ বান্দাকে আল্লাহ তায়া’লার সাথে সম্পর্কযুক্ত করে দেয়। নামাজ আল্লাহতালা অগনীত কৃতজ্ঞতা।