Narrow selection

ওযু ভঙ্গের কারণ কয়টি ও কি কি? - Oju vonger karon koyti


04:26:56 06/15/2024

অজু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। কারণ ওযু ছাড়া নামাজ আদায় করা যায় না। এবং কুরআন স্পর্শ করা যায় না। আর নামাজ আদায় করতে হলে অবশ্যই ওযু করতে হবে। কেননা নামাজ হল বেহেস্তের চাবি আর নামাজের চাবি ওযু। সুতরাং ওযু সম্পর্কে আমাদের সঠিক মাসআলা-মাসায়েল জানতে হবে। ওযু ভঙ্গের কারণসমূহ নিচে উল্লেখ করা হলো

 

ওযু ভঙ্গের কারণ সমুহ


১। পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোন কিছু বের হওয়া
২। মুখ ভরে বমি হওয়া।
৩। শরীরের কোন জায়গা হতে রক্ত, পুঁজ, পানি বাহির হয়ে গড়িয়ে পড়া। ৪। থুতুর সঙ্গে রক্ত ভাগ সমান অথবা বেশি হওয়া।
৫ চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া।

৬। পাগল, মাতাল ও সচেতন হলে।

৭। নামাজে উচ্চস্বরে হাসলে। (খিলখিল করে হাসলে)

 

পবিত্রতা অর্জন সম্পর্কে আরো অনেক তথ্যপূর্ণ পোস্ট রয়েছে আমাদের ওয়েবসাইটে। সুতরাং পবিত্রতা সম্পর্কে জানতে নিচের ক্যাটাগরিতে সিলেক্ট করে আরও জেনে নিন।

এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন

সাহাবাগণ কিভাবে অর্থ উপার্জন করতেন

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color