হেরা গুহায় নবুয়ত লাভ - Prophecy in Hera cave
06:50:31 12/11/2023
হেরা গুহায় নবুওত লাভ : অধিকাংশ সময়ই তিনি নির্জনতা অবলম্বনের জন্য হেরা গুহায় চলে যেতেন। যাওয়ার সময় তিনি সঙ্গে করে পাথেয় নিয়ে নিতেন। এবং ধারাবাহিকভাবে কয়েকদিন সেখানে কাটিয়ে দিতেন। আর সেই দিনগুলিতে তিনি বিশুদ্ধ দীনে ইবরাহীম আর আল্লাহ তাআলার অভিমুখী সহজাত প্রকৃতির পন্থায় ইবাদত করতেন।
এভাবে একদিন তিনি হেরাগুহায় ধ্যানমগ্ন জাগ্রত ও সচেতন অবস্থায় বসা ছিলেন। বস্তুত এটা ছিল তাঁর নবুওত প্রাপ্তির নির্ধারিত দিন। আর এটা ছিল তাঁর জন্মের একচল্লিশতম বছরের ১৭ ই রমযান মুতাবিক ঈসায়ী ৬১০ সালের ৬ আগস্ট তারিখ। ঠিক এমন সময় তাঁর কাছে ফিরিশতা এলেন। ফিরিশতা বললেন, পড়ুন। তিনি বললেন, আমি পড়তে জানি না। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, অতঃপর তিনি আমাকে ধরে সজোরে চাপ দিলেন।
এতে আমি খুব হাঁপিয়ে উঠলাম। অতঃপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন! আমি বললাম, আমি পড়তে জানি না। তখন তিনি আমাকে দ্বিতীয়বার চাপ দিলেন। আমি ক্লান্ত হয়ে পড়লাম। অতঃপর আমাকে ছেড়ে দিয়ে বললেন, আপনি পড়ুন। আমি বললাম, আমিতো পড়তে জানি না। অতঃপর তিনি আমাকে ধরে তৃতীয়বার চাপ দিলেন। অতঃপর আমাকে ছেড়ে দিয়ে তিনি বললেন,
اقرأ باسم ربِّكَ الَّذِي خَلَقَ (۱) خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ (۲) اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ (٣) الذي علم بالقلم (٤) عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمُ (3)
অর্থাৎ পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু। যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক : ১-৫
আর এটাই ছিল পৃথিবীর সর্বশেষ নবীর নবুওতের সর্বপ্রথম দিন। আর এটাই ছিল কুরআনে কারীমের সর্বপ্রথম ওহী।