হযরত ইব্রাহীম (আঃ) এর নবুয়ত - Prophethood of Hazrat Ibrahim (AS).
05:46:11 12/04/2023
হযরত ইব্রাহীম (আঃ) এর নবুয়ত
যাহোক আল্লাহ্ তাআলা শেষ পর্যন্ত তাঁকে নবুওত দ্বারা সম্মানিত করেন এবং নবুওত লাভের পর তিনি সর্বপ্রথম এ বিষয়টির প্রতিই সবার দৃষ্টি আকর্ষণ করেন। হযরত ইবরাহীমের দূরদর্শিতা ও দৃষ্টান্তমূলক হিদায়েত বা পথ প্রদর্শনের বিষয়টি নিচের আয়াতসমূহে অতি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
আমি তো এর পূর্বে ইবরাহীমকে ভাল-মন্দ বিচারের ইলম দিয়েছিলাম এবং আমি তার সম্বন্ধে ছিলাম সম্যক পরিজ্ঞাত। যখন সে তার কওমকে বললো, এই যে মূর্তিসমূহ, যাদের পূজায় তোমরা রত রয়েছ, এসব কী? ওরা বললো, 'আমরা আমাদের পিতৃ পুরুষদেরকে এদের পূজা করতে দেখেছি।' সে বললো, 'তোমরা নিজেরা তো স্পষ্ট ভ্রান্তিতে, তোমাদের পিত পুরুষগণও ছিল।' ওরা বললো, "তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে আগমন করেছ, না তুমি কৌতুক করছ? সে বললো, 'না, তোমাদের প্রভু তো আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রভু, যিনি ওদেরকে সৃষ্টি করেছেন এবং এ বিষয়ে আমি সাক্ষ্য দিচ্ছি।
ক্রমে ক্রমে যখন তিনি আল্লাহর অসীম করুণা ও ফয়েয লাভে ধন্য হন তখন আম্বিয়াদের সারিতে একটি বিশেষ মর্তবা লাভ করেন এবং 'দীনে হানীফ' তাঁর দাওয়াত তাবলীগের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়।
তিনি যখন লক্ষ্য করলেন তাঁর কওম মূর্তি পূজা, তারকাপূজা ইত্যাদিতে এমনভাবে মশগুল হয়ে পড়েছে তাদের অন্তর থেকে মহান আল্লাহ্ তাআলার অসীম ক্ষমতা, একত্ব ও পর মুখাপেক্ষীহীনতার ধারণা একেবারে লোপ য়েছে এবং অবস্থা এমন দাঁড়িয়েছে এখন আল্লাহর “ওয়াহদানিয়াত" বা একত্বের চেয়ে অধিক বিস্ময়কর কোন বস্তু আর তাদের কাছে নেই। তখন (হযরত ইবরাহীম) সাহসে বুক বেঁধে আল্লাহ্র উপর ভরস রেখ “আল্লাহ্র দীন'-এর বাণী প্রচারে ব্রত হন এবং ঘোষণা করেন : “হে আমার কওম, আমি এ কী দেখছি, তোমরা নিজেদের হাতে মূর্তি তৈরি করে আবার তারই পূজা করছ।
তোমরা কি লক্ষ্য করছ না, যে নিজীর্ব কাঠকে তোমরা নিজেদেরই যন্ত্র দ্বারা একরূপে গড়ে তুলছো পছন্দমত না হলে আবার তাকেই কেটে কুটে অন্যরূপ দিচ্ছে। কী আশ্চর্যের কথা তোমরা আবার তারই পূজা করছ এবং তাকেই নিজেদের উপকার-অপকারের মালিক বলে ভাবছ। তোমরা এই বাজে কাজ থেকে বিরত হও, আল্লাহর একত্বকে স্বীকার কর এবং শুধু সে মালিকে হাকীকীর সামনে মাথা নত করো যিনি আমার, তোমাদের এবং যাবতীয় সৃষ্টির স্রষ্টা ও মালিক।'
কিন্তু কওম তাঁর কথায় মোটেই কান দিল না। বিচক্ষণতা ও দূরদর্শিতার অভাবে তারা বঞ্চিত রইলো এ মহা মর্যাদাশীল নবীর হিদায়েত থেকে। নিজেদের দুভার্গের কারণেই তারা তাঁকে নিয়ে উল্টো ঠাট্টা-মশকারা আরম্ভ করে ছিল এবং দিনের পর দিন ক্রমেই অবাধ্যতার দিকে দ্রুতবেগে ধেয়ে চললো।